Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হত্যা মামলার বাদিকে হত্যার চেষ্টা

তিতাস (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

কুমিল্লার তিতাস উপজেলায় হত্যা মামলার বাদি ও উপজেলার জগতপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. কামাল হোসেনকে (৫২) আসামীরা পূর্বপরিকল্পিতভাবে এ্যালোপাথারি কুঁপিয়ে হাত-পা ভেঙে দিয়েছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার সন্ধ্যার পর উপজেলার ১ম দশানীপাড়া গ্রামে।

স্থানীয়রা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করে।

আহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার বিকালে কামাল হোসেন তার দেড় বছর বয়সী নাতি রোহান ও ৫বছর বয়সী রিফাকে নিয়ে বাড়ির সামনে শিশু-কিশোরদের ব্যাডমিন্টন খেলা দেখছিল, এমন সময় পেছনের ভূট্টা ক্ষেতে আগে থেকে ওৎপেতে থাকা কামাল হোসেনের ছেলে নয়ন হত্যা মামলার প্রধান আসামী এবং তিতাস উপজেলা আ.লীগ নেতা হাজী মনির হত্যা মামলার আসামী কালা আশেকের ছেলে রিয়াজ (২২), মেয়ে নাছরিন ও নাহিদা স্ত্রী রুবি আক্তার ধারালো অস্ত্র নিয়ে কামালের ওপর অতর্কিত হামলা করে এ্যালোপাথারি কুপিয়ে হাত-পা ক্ষত-বিক্ষত করে ভেঙে ফেলে।

কামাল হোসেনের স্ত্রী রিনা আক্তার জানান, ২০১২ সালে আমার ছেলে নয়নকে কালা আশেক গং হত্যা করে এবং তারই জের ধরে তাদের সাথে আমাদের মামলা-মোকদ্দমা চলে আসছে। কালা আশেক উপজেলা আওয়ামীলীগ নেতা হাজী মনির হত্যা মামলারও অন্যতম আসামী। এবং দীর্ঘদিন ধরেই আশেকের ছেলে মেয়েরা আমার স্বামীকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে আসছিল। তারই জের ধরে গত সোমবার সন্ধায় আমার স্বামীকে হত্যার চেষ্টা করে। তিতাস থানার ওসি সৈয়দ আহসানুল ইসলাম জানান, এবিষয়ে থানায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ