Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ায় কোটি টাকার সরঞ্জামসহ অবৈধ গ্যাস বিক্রেতা আটক

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০১৯, ৪:২৮ পিএম

সোমবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রায় কোটি টাকার সরঞ্জামসহ অবৈধ গ্যাস বিক্রেতাকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। স্থানীয় সূত্র ও ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলার চম্পকনগর টুকচানপুর এলাকার ধন মিয়া ও হাকিম ভূইয়া দীর্ঘদিন যাবত অবৈধ ভাবে গ্যাস মেশিনের মাধ্যমে সিলিন্ডার ভরে বিভিন্ন গাড়ী ও বাড়িতে গ্যাস বিক্রি করে আসছিল। গতকাল সকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার ও এসি ল্যান্ড মোঃ হোমায়ন রশিদ ঘটনাস্থলে পৌছে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। এসময় ঘটনাস্থল থেকে একটি পিকআপ ভ্যান, সিলিন্ডার ও গ্যাস ভরাব বিভিন্ন অবৈধ যন্ত্রপাতিসহ প্রায় কোটি টাকার সরঞ্জামসহ মোঃ হাসান মিয়া (৩৫) কে আটক করে। তাকে ভ্রাম্যমান আদালত ১ মাসের বিনাশ্রম কারাদন্ডসহ ৩৫ হাজার টাকা জরিমানা করে। সে খুলনার ফকিরহাট উপজেলার মৌভূগ গ্রামের করিম শিকদারের ছেলে। পরে তাকে বিজয়নগর থানা পুলিশের নিকট সোপর্দ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ