নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
মুমিনুল-মিরাজের ওপেনিং জুটি থেকে প্রথম ওভারেই আসলো ১৫ রান। কিন্তু শুরুর এই ধারা ধরে রাখতে পারল কই রাজশাহী কিংস। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দুই স্পিনার আফ্রিদি-ডসনের তোপে ৭ বল বাকি থাকতেই ১২৪ রানেরই শেষ রাজশাহীর ইনিংস। জবাবে এই রিপোর্ট লেখা পর্যন্ত ৮ ওভারে ইভিন লুইসের উইকেটটি হারিয়ে ৬৭ রান তুলে জয়ের পথেই ছিল কুমিল্লা।
৭৫ রানেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছিল রাজশাহী। কিন্তু ৯ নম্বর ব্যাটসম্যান ইশুরু উদানার ইনিংস সর্বোচ্চ ৩২ রানের কল্যাণে লড়াইয়ের পুঁজি পায় রাজশাহী। বিপিএলে প্রথমবারের মত ওপেন করতে নেমে ১৭ বলে ৬ চারে ৩০ রানের দারুণ ইনিংস আসে অধিনায়ক মেহেদি হাসান মিরাজের ব্যাট থেকে। কিন্তু বাকিদের ব্যর্থতায় তা ¤øান হয়ে যায়। মোহাম্মাদ হাফিজ (১৭ বলে ১৬) ও জাকির হাসানের (২৬ বলে ২৭) লড়াই থামিয়ে দেন লিয়াম ডসন। ৪ ওভারে ১৭ রানে ২ উইকেট নেন ইংলিশ স্পিনার। তবে ৪ ওভারে ১ মেডেনসহ মাত্র ১০ রানে ৩ উইকেট নিয়ে সবচেয়ে বড় আঘাতটা হানেন শহিদ আফ্রিদি। কার্যকরী পেসে ২ উইকেট নিয়ে অবদান রাখেন মোহাম্মদ সাইফউদ্দিনও। এরপরও ৬৩ রানে ৭ উইকেট হারানো রাজশাহী লড়াইয়ের পুঁজি পায় লঙ্কান বোলার উদানার ৩০ বলে ৫ চার ও ১ ছয়ে করা ৩২ রানের কল্যাণে। শেষ ব্যাটসম্যান হিসেবে আবু হায়দার রনির শিকার হন তিনি।
জবাবে পাওয়ার প্লে’র ৬ ওভারে বিনা উইকেটে ৫১ রান তুলে জয়ের শক্ত ভিত তৈরী করেন লুইস ও বিজয়। লুইস ২১ বলে ২৮ রানে ফিরলেও ২৬ বলে ৩৭ রান নিয়ে ব্যাট করছিলেন এনামুল হক বিজয়। এর আগে দুই দলই দুটি করে ম্যাচ খেলে একটি করে জয় পায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।