বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুর থেকে প্রকাশিত দৈনিক বাঙ্গালী খবর পত্রিকার প্রকাশক ও নির্বাহী সম্পাদক মো. বিল্লাল হোসেন এর কার্যালয়ে সন্ত্রাসী হামলা হয়েছে। গত বুধবার রাত ৮ টার দিকে শহরের মুন্সিবাজারস্থ অফিসে এ হামলা হয়। এ সময় দৈনিক বাঙ্গালী খবর পত্রিকা অফিসে অবস্থানরত সহ সম্পাদক সজল সাহা ও আব্দুল জলিল প্রতিবাদ করলে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুঁপিয়ে মারাত্মক জখম করে। আহতদের রাতেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
বাঙালী খবর পত্রিকার কর্তৃপক্ষ জানায়, রাত ৮ টায় দৈনিক বাঙ্গালী খবর এর প্রকাশকের কার্যালয়ে ২০/২৫ জন লোক এসে চাঁদার টাকা দাবি করে, টাকা না দিলে অফিসে অবস্থানরত সজল সাহার উপর চড়াও হয়ে এক পর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। এ সময় তার সঙ্গে থাকা আব্দুল জলিলকেও মারপিঠ করে। সন্ত্রাসীরা মারপিঠ করেও ক্ষান্ত হননি, অফিসের আসবাবপত্র ভাংচুর ও মুল্যবান কাগজপত্র ছিড়ে ফেলে এবং সজলের সাথে থাকা নগদ প্রায় পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
যাওয়ার সময় অফিসের নিচে থাকা ৩টি মটরসাইকেল ভাঙচুর করে তারা। পরে দ্রæত ঘটনাস্থল ত্যাগ করেন সন্ত্রাসীরা। আহত সজল সাহা ও আব্দুল জলিল জানান, যারা এ হামলা চালিয়েছে তারা আমাদের পরিচিত লোকজন। এরমধ্যে ফরিদপুর সদরের কৈজুরী ইউনিয়নের কাফুরা গ্রামের মৃত ডা: হালিমের পুত্র জাফর (৫০) ও স্থানীয় সমরেশ (৫০) পিতা- গোপাল শিকদার, আনিচ (৩০) পিতা- আরমান মোল্যা, সোহান(২৮), বাদশা (৪০), মামুন (৩৫), বাবু (৩০), সুরুজ(৩৫), রাজু (২৮) আরো অজ্ঞাতরা ছিলো।
ফরিদপুর কোতয়ালী থানার অফিসার নি চার্জ সৈয়দ নাছিম বলেন, এ ব্যাপারে কোতয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা তদন্ত করছি। তদন্ত শেষে দোষী ব্যাক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এ ঘটনার পর থেকে বাঙালী খবরের প্রকাশকের কার্যালয় বন্ধ রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।