বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জিসান আলী (২৫) নামে এক মোবাইল ব্যবসায়ীকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। হত্যার চেষ্টার শিকার জিসান আলী হলেন- কানসাট ইউনিয়নের পুখুরিয়া এলাকার মোস্তাক আলীর ছেলে। এ নিয়ে বৃহস্পতিবার দুপুরে ওই ব্যবসায়ীর ভাই জুলিয়াস আলী বাদি হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। এজাহারে উল্লেখ রয়েছে- বুধবার বিকেলে জিসান আলী এক লাখ ৩১ হাজার ৫০০ টাকা সঙ্গে নিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড শিবগঞ্জ শাখায় জমা দেয়ার জন্য বাড়ি থেকে হন। এ সময় তিনি ইসলামী ব্যাংক শিবগঞ্জ শাখা কার্যালয়ের কাছে পৌঁছলে প্রায় ৮-১০ জন ব্যক্তি পূর্ব শত্রুতার জের ধরে হত্যার উদ্দেশ্যে তার ওপর অতর্কিতভাবে হামলা চালিয়ে গুরুত্বর জখম করে। এ সময় তার কাছে থাকা এক লাখ সাড়ে ৩১ হাজার টাকা কেড়ে নেয় তারা। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় মুহুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। এ সময় অবস্থা অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি সিকদার মশিউর রহমানের সঙ্গে যোগযোগ করা হলে তিনি অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।