Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে দেশসেরা খুলনা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভলেপমেন্টের আয়োজনে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে খুলনা বিভাগ। চারদিনের লংগার ভার্সন ফাইনাল ম্যাচের তৃতীয় দিনে বিকেএসপিকে ৮ উইকেটে হারিয়ে বয়স ভিত্তিক এই প্রতিযোগিতায় দেশসেরার স্বীকৃতি পেলো সাকিব-মাশরাফি-মস্তাফিজদের উত্তরসূরিরা। গতপরশু খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ৮৭ রানের জয়ের লক্ষে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে খুলনা বিভাগ লক্ষ্যে পৌঁছে যায় ২ উইকেট হারিয়ে। এর আগে বিকেএসপি তাদের দ্বিতীয় ইনিংসে ১২৬ রানে অলআউট হয়। প্রথম ইনিংসে বিকেএসপি ১০৮ ও খুলনা বিভাগ ১৪৮ রান করেছিল।

দারুণ বোলিং করে খুলনার পেসার রিপন আলী ফাইনালের ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জেতেন। পুরো টুর্নামেন্টে অনবদ্য পারফরমেন্স করে খুলনার অধিনায়ক তকি ইয়াসির রাহাত জিতে নেন ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার। আর সর্বোচ্চ রান করেন খুলনার সিয়াম আল সাকিব। সর্বোচ্চ উইকেটশিকারীর পুরস্কার জেতেন বিকেএসপির নোমান চৌধুরী।
ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এসএম মোর্ত্তজা রশিদী দারা। এসময় কেজেকেএস, দুই দল এবং বিসিবির গেম ডেভলেপমেন্টের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিসিবি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ