Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হেসেখেলেই সিরিজ প্রোটিয়াদের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

কোন নাটকীয়তা ছাড়াই চতুর্থ দিনে শেষ হলো কেপটাউন টেস্ট। চাইলে আগের দিনই ম্যাচ শেষ করা যেত। আম্পায়ারদের সিদ্ভান্তের বিপরীতে অসন্তুষ্টিও ধরা পড়ে ফাফ ডু প্লেসিসের মুখে। দিনের খেলা তখনো ঘণ্টাখানেক বাকি। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার দরকার ৪১ রান। পাকিস্তানের ইনিংস শেষ হতেই আলোকস্বল্পতার কারণে দিনের খেলার ইতি টানেন দুই আম্পায়ার।
ম্যাচের সঙ্গে তিন ম্যাচের সিরিজে ২-০তে নিশ্চিত করতে গতকাল চতুর্থ দিনে ১০ ওভারও লাগেনি দক্ষিণ আফ্রিকার। ইনজুরির কারণে মার্করামের পরিবর্তে ডেন এলগারের সঙ্গে নামা ডি ব্রæইন। তার উইকেটটি হারিয়ে ৯ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়েন এলগার ও অধিনায়ক ডু প্লেসিস। তার আগে আহত অবসর নিয়ে মাঠ ছাড়েন হাশিম আমলা। আজহার আলীর বলে টানা বাইন্ডারি হাঁকিয়ে জয় নিশ্চিত করেন এলগার।
প্রথম ইনিংসে ১৭৭ রানে অল আউট হওয়া পাকিস্তান দ্বিতীয় ইনিংসে এসে সিরিজে প্রথমবারের মত আড়াইশ (২৯৪) পার করতে সক্ষম হয়। প্রথম ইনিংসে প্রোটিয়ারা ৪৩১ রান করার পর সফরকারীদের পরাজয় ছিল সময়ের ব্যাপার। শান মাসুদ, আসাদ শফিক ও বাবর আজমের দৃড়তার পরও আফ্রিকানদের সামনে মাত্র ৪১ রানের লক্ষ্য ছুঁড়ে দিতে পারে তারা। হেসেখেলেই সে লক্ষ্য পেরিয়ে যায় ডু প্লেসিস বাহিনী। প্রথম ইনিংসে সেঞ্চুরি ইনিংস উপহার দেয়ায় ম্যাচসেরা নির্বাচিত হন ডু প্লেসিস।
সিরিজের প্রথম টেস্ট মাত্র তিনদিনে হেরে বসা পাকিস্তানের সান্ত¦না হতে পারে এবার ম্যাচকে কোনমতে চতুর্থ দিনে নিতে পারা। ১১ জানুয়ারি জোহানেসবার্গে শুরু হবে সরফরাজ আহমেদের দলের হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই।

সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান : ৫১.১ ওভারে ১৭৭ (মাসুদ ৪৪, সরফরাজ ৫৬; স্টেইন ৩/৪৮, অলিভার ৪/৪৮, রাবাদা ২/৩৫) ও ৭০.৪ ওভারে ২৯৪ (মাসুদ ৬১, শফিক ৮৮, বাবর ৭২; স্টেইন ৪/৮৫, রাবাদা ৪/৬১)। দক্ষিণ আফ্রিকা : ১২৪.১ ওভারে ৪৩১ (মার্করাম ৭৮, ডু প্লেসিস ১০৩, বাভুমা ৭৫, ডি কক ৫৯; আমির ৪/৮৮, শাহিন শাহ ৪/১২৩) ও (লক্ষ্য ৪১) ৯.৫ ওভারে ৪৩ (এলগার ২৪*, ডি ব্রæইন ৪, আমলা ২ (আহত অবসর), ডু প্লেসিস ৩*; আব্বাস ১/১৪)।
ফল : দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে জয়ী। ম্যাচ সেরা : ফাফ ডু প্লেসিস। সিরিজ : ৩ ম্যাচ সিরিজে দক্ষিণ আফ্রিকা ২-০তে এগিয়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রোটিয়া

১৬ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ