Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

গতিতে কাঁবুর পরিকল্পনা প্রোটিয়াদের

আত্মবিশ্বাসী বাংলাদেশের সামনে মরিয়া দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

বৃষ্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে আগের ম্যাচ ভেসে যাওয়ায় দক্ষিণ আফ্রিকার পিঠ একরকম দেয়ালে ঠেকে গেছে। বাংলাদেশের বিপক্ষে আজকের ম্যাচ তাই তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এমন ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি হয়ে এলেন লুঙ্গি এনগিডি। একটু আগেই করে যাওয়া সাকিবের মন্তব্যের কথা তিনি শুনলেন। চাপে থাকার কথাও মেনে নিলেন অকপটে। তবে বেশি চাপের থাকার তত্ত্বকে পাত্তা দিলেন না। বরং বুঝিয়ে দিলেন, তাদের লক্ষ্য যখন বিশ্বকাপের শিরোপা, তখন এসব গ্রুপ ম্যাচের চাপ খুব বড় কিছু নয়, ‘আমার মনে হয়, এই টুর্নামেন্টে যারা জিততে চায়, এমন সব দলই চাপে আছে। আমাদের জয়ের তাড়না থাকবে বলে সে যেটা বলেছে, তা নিশ্চিতভাবেই সত্যি। অবশ্যই প্রথম ম্যাচটি জিততে পারলে আমাদের ভালো লাগত এবং আমরা জানি যে, টুর্নামেন্টে সামনে এগিয়ে যাওয়ার পথে আমাদের কেমন চাপ আছে...। তবে আমরা বেশি চাপে থাকব, এটা বললে... আমার মনে হয়, বিশ্বকাপ জয়ের দিকে চোখ থাকলে চাপটা সমানে-সমান। আশা করি, সেরা দলই জিতবে।’
নেদারল্যান্ডসকে হারানোর সুখস্মৃতি রয়েছে বাংলাদেশের সঙ্গে। প্রথম ম্যাচে খুব কাছে গিয়েও ফল না পাওয়ার হতাশা সঙ্গী দক্ষিণ আফ্রিকার। দ্বিতীয় ম্যাচেও রয়েছে বৃষ্টির শঙ্কা। তা একপাশে রেখে নিজেদের পরিকল্পনা সাজিয়ে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এনগিডি বললেন, নিজেদের শক্তির জায়গা দিয়েই আক্রমণ করবেন তারা, ‘আমরা নিজেদের শক্তির জায়গা নিয়ে ভাবছি। যে কয়টা ম্যাচ দেখেছি, পেসাররাই বেশি সফল ছিল। আমরাও আমাদের শক্তির জায়গা ধরে এগোব। বাংলাদেশের কথা বললে অবশ্যই আমরা আমাদের শক্তি জায়গা দিয়েই আক্রমণ করব। যেটি হলো পেস। নির্ভর করছে তারা কীভাবে এটি সামাল দেয়। আগামীকাল (আজ) এটি দেখব। মূলকথা, আমরা যে জায়গায় ভালো, সেটি নিয়েই এগোব।’
গত মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। সংস্করণ ভিন্ন হলেও সেই সিরিজে বাংলাদেশের ব্যাটিং থেকে ধারণা নিয়েছেন এনগিডি। তাই শুরুতেই টপ অর্ডারকে ফিরিয়ে দিয়ে বাংলাদেশকে চাপে ফেলার লক্ষ্য এ ডানহাতি পেসারের, ‘শেষবার যখন আমরা বাংলাদেশের বিপক্ষে খেলেছি, তাদের ব্যাটসম্যানরা বেশ আগ্রাসী ভঙ্গিতে খেলেছে। আমরা এ বিষয়ে অবগত আছি। তো অবশ্যই ওদের টপ অর্ডার আমাদের লক্ষ্য থাকবে। বোলিং ইউনিট হিসেবে আমরা ওদের ‘মাথা কেটে ফেলার’ চেষ্টা করব। যেটা হতে পারে তাদের টপ অর্ডারকে দ্রুত ফেরানোর মাধ্যমে। তাদেরকে যত কমে সম্ভব থামানোর চেষ্টা করব।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টি ২০ বিশ্বকাপ

১০ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ