নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে উড়ন্ত সূচনা করেছে আসরের সফলতম দল ঢাকা ডায়নামাইটস। গতকাল আসরে নিজেদের প্রথম ম্যাচে রাজশাহী কিংসকে ৮৩ রানে হারায় রাজধানীর দলটি। সাকিব আল হাসানের দলের করা ৫ উইকেটে ১৮৯ রানের জবাবে ১৮.২ ওভারে ১০৬ রানে গুটিয়ে যায় মেহেদী হাসান মিরাজের রাজশাহী।
ডায়নামাইটসের জয়ের ভিত তৈরী হয়ে যায় ম্যাচের শুরুতেই। টস হেরে ব্যাটে নেমে তারা হজরতউল্লাহ জাজাই ও সুনিল নারাইনের কল্যাণে পেয়ে যায় ১১৬ রানের দুর্দান্ত উদ্বোধনী জুটি। ব্যাট হাতে ঝড় তোলেন ২০ বছর বয়সী তরুণ আফগান ওপেনার জাজাই। ৪১ বলে ৭৮ রানের বিধ্বংসী ইনিংসের পথে ছক্কা হাঁকান ৭টি, ৪টি মারেন চারের মার। সুনিলের ব্যাট থেকে আসে ২৮ বলে ৩৮ রান। দিনের প্রথম ম্যাচে যেখানে দুই দল মিলে বাউন্ডারি মারতে পারে ১৯টি সেখানে নারাইন-জাজাই উদ্বোধনী জুটিতে বাউন্ডারি হাঁকান ১৭বার। ৮ ওভারেই তারা তুলে ৯৬ রান। ১১ রানের ব্যবধানে ফেরেন দুজন। এরপর হঠাৎই রানের চাকা গতি হারায়। ক্যারিবীয় অল-রাউন্ডার আন্দ্রে রাসেল নামের সঙ্গে সুবিচার করতে পারলে সংগ্রহটা আড়াইশ হওয়াও অসম্ভব ছিল না। শেষদিকে শুভাগত হোমের ব্যাট থেকে যেখানে আসে ১৪ বলে ৫ চার ও ২ ছক্কায় অপরাজিত ৩৮ রানের ইনিংস সেখানে রাসেল ২১ রান করতে ব্যয় করেন ১৯ বল।
জবাবে রাজশাহী কখনোই জয়ের আবহে ছিল না। শীর্ষ ৯ ব্যাটসম্যানের মাত্র দুজন পৌঁছাতে পারেন দুই অঙ্কে। মুমিনুল হক (৮), সৌম্য সরকার (৪), মিরাজদের (১) সবাই ছিলেন ব্যর্থতার কাতারে। শেষ উইকেটে আরাফাত সানি ও মুস্তাফিজ মিলে ২৬ রান যোগ না করলে এক’শ রানের আগেই গুটিয়ে যেত রাজশাহী। ৩ ওভারে মাত্র ৭ রানের খরচায় ৩ উইকেট নিয়ে রাজশাহীকে সবচেয়ে বড় আঘাতটা হানেন গতির বোলার রুবেল হোসেন। নিয়ন্ত্রিত বোলিংয়ে তাকে সঙ্গ দেন অন্যরাও। আর তাতেই বিশাল জয়ে আসর শুরু করে তিনবারের চ্যাম্পিয়নরা। বিস্ফোরক ইনিংসের সুবাদে ম্যাচসেরা হন জাজাই।
এর আগে আসরের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সকে ৩ উইকেটে হারিয়ে আসর শুরু করে চিটাগং ভাইকিংস। তারও আগে সাদামাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিপিএলের ষষ্ঠ আসরের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
ঢাকা ডায়নামাইটস: ২০ ওভারে ১৮৯/৫ (জাজাই ৭৮, নারাইন ৩৮, পোলার্ড ৩, সাকিব ২, রাসেল ২১*, সোহান ১, শুভাগত ৩৮*; মিরাজ ১/৩৮, মুস্তাফিজ ০/২৭, আলাউদ্দিন ০/৫৩, কায়েস ১/২৯, হাফিজ ১/১৫, সানি ২/২৩)। রাজশাহী কিংস: ১৮.২ ওভারে ১০৬ (হাফিজ ২৯, মুমিনুল ৮, সৌম্য ৪, ইভান্স ১০, জাকির ২, ইয়ঙ্কার ১, মিরাজ ১, আলাউদ্দিন ৭, কায়েস ৯, সানি ১৮, মুস্তাফিজ ১১*; রাসেল ১/১২, মোহর ২/২৪, সাকিব ১/১১, রুবেল ৩/৭, নারাইন ০/১৪, শুভাগত ১/১৬, পোলার্ড ১/২২)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।