Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিনয়ে ফিরেছেন নিসা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৮, ১২:০৫ এএম

অভিনেত্রী নিসা মূলত নৃত্যশিল্পী হলেও নাটকেই পরিচিতি পেয়েছেন বেশি। অনেকদিন ধরেই নাটকে অনিয়মিত তিনি। গত অক্টোবরে প্রথমবারের মত মা হয়েছেন তিনি। এরপর অনেকদিন অভিনয় করেননি। গত শনিবার মিরপুর ইনডোর স্টেডিয়ামে হানিফ সংকেত পরিচালিত ম্যাগাজিন অনুষ্ঠান পাঁচফোড়নÑএ শূটিংয়ের মাধ্যমে আবারো কাজে ফিরলেন নিসা। এর আগে গত ইত্যাদিতে কাজ করেছিলেন তিনি। এরপর আর কোন কাজে অংশ নেননি। নিসা বলেন, আমি ফাগুন অডিও ভিশনের নিয়মিত শিল্পী। সর্বশেষ এ বছর ঈদে হানিফ সংকেতের ইত্যাদিতে অংশ নিয়েছিলাম। আবারো তাঁর কাজ দিয়েই ফিরলাম। পাঁচফোড়নে ছোট ছোট নাটিকাগুলোতে অংশ নিয়েছি আমি। আর গত নভেম্বর মাস থেকে নাচের পরিচালনা শুরু করেছি। উল্লেখ্য. ১৯৯৭ সালে নাটকের মাধ্যমে নিসার মিডিয়াতে পথ চলা শুরু হয়। চ্যানেল আইতে প্রচারিত প্রখ্যাত কথাসাহিত্যিক হূমায়ুন আহমেদের সবুজ সাথী নাটকে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন। কয়েক বছর বিরতির পর আবার নিসাকে টিভি নাটকে দেখা যায় ২০০৩ সালে। এনটিভিতে প্রচারিত শহিদুজ্জামান সেলিমের ¯পর্শের বাইরে নাটকের মাধ্যমে অভিনয়ে নিয়মিত হন। এছাড়া ২০০৫ সালে বিনোদন বিচিত্রা বিউটি কনটেস্টÑএ সেরা সুন্দরীর খেতাব জিতেছিলেন নিসা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিনয়


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ