Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

নারায়ণগঞ্জ সদর থানার এএসআইকে লক্ষ্য করে গুলি, জাপা নেতা আটক

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৮, ১২:২১ পিএম

নারায়ণগঞ্জের ব্যবসায়ী ও জাতীয় পার্টির নেতা আল জয়নালের বিরুদ্ধে সদর মডেল থানার একজন সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) লক্ষ্য করে গুলি ছোঁড়ার অভিযোগ করা হয়েছে। এই ঘটনায় জয়নালকে থানায় আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সোমবার (২৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই তাকে আটক করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম। জয়নালের বিরুদ্ধে নাশকতা ও চাঁদাবাজিসহ তিনটি মামলা রয়েছে বলে জানান তিনি।
ওসি কামরুল ইসলাম আরও বলেন, সোমবার রাত ১১টার দিকে জাপা নেতা জয়নাল আবেদীন থানায় তার বৈধ অস্ত্রটি জমা দিতে আসেন। এ সময় ডিউটি অফিসার এএসআই আনোয়ারের রুমে অস্ত্রটি জমা দিতে গিয়ে তাকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোঁড়েন। গুলিটি তার পাশ ঘেঁষে চলে যায়। ফলে অল্পের জন্য তিনি রক্ষা পান।
গুলির ঘটনায় থানায় কেউ আহত না হলেও বড় কোন দুর্ঘটনা ঘটতে পারতো বলে মন্তব্য করেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ