বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেটের ফেঞ্চুগঞ্জ ও গোলাগঞ্জ থেকে বিএনপি-জায়ামাতের ৪জনকে আটক করেছে পুলিশ। রোববার (২৩ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে ফেঞ্চুগঞ্জ থানার সামনে থেকে সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ তায়েফুজ্জামান তায়েফকে গ্রেপ্তার করেছে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান। তায়েফের পারিবারিক সূত্রে জানা যায়, রোববার দুপুরে বড় ভাই সৈয়দ আরিফুজ্জামানের বিয়ে উপলক্ষে তায়েফসহ কয়েকজন সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হন। তাদের বহনকারী গাড়িটি ফেঞ্চুগঞ্জ থানার সামনে পৌঁছামাত্র পুলিশ গাড়িটি থামিয়ে তাকে আটক করে। তবে গ্রেপ্তারের ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার ওসি বলছেন, কলেজ ক্যাম্পাসে গাড়ি ভাংচুরের পূর্বের একটি মামলা রয়েছে তার বিরুদ্ধে। সে মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এদিকে, গোলাপগঞ্জে নাশকতার মামলায় জামায়াতের সেক্রেটারিসহ ৩জনকে আটক করেছে পুলিশ। রোববার (২৩ ডিসেম্বর) পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হলেন বাদেপাশা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম (৪০), পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির (৩৪) এবং শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা তাজুল ইসলামকে (৩৮)। পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুরে কুশিয়ারা পুলিশ ফাঁড়ির সহায়তায় গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হেতিমগঞ্জ বাজার থেকে রেজাউল করিম রিজুকে এবং বিকেলে শরীফগঞ্জের খাটকাই থেকে তাজুল ইসলাম এবং গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ গোলাপগঞ্জ চৌমুহনী থেকে আব্দুল কাদিরকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্য একেএম ফজলুল হক শিবলি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৪ সালের নাশকতার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।