নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
প্রিমিয়ার লিগে পরশু ফেভারিট দলগুলো হোঁচট খেলেও ইউরোপিয়ান বাকি শীর্ষ লিগে প্রত্যাশিত জয় পেয়েছে ফেভারিটরা। লা লিগায় উসমান দেম্বেলে ও লিওনেল মেসির গোলে বার্নাব্যুতে সেল্টা ভিগোকে ২-০ গোলে হারায় বার্সেলোনা। মারিও মানজুকিচের গোলে রোমাকে ১-০ গোলে হারায় সেরি আ’র শীর্ষ দল জুভেন্টাস। কিলিয়ান এমবাপের গোলে ফ্রেঞ্চ লিগ ওয়ানে ব্যাবধান বাড়িয়ে নিয়েছে পিএসজিও।
আগের ম্যাচে অঁতোয়ান গ্রিজম্যানের গোলে এস্পানিওলকে হারিয়ে নিজেদের কাজ সেরে রেখেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। পরের ম্যাচে হারলেই অ্যাটলেটিকোর সমান পয়েন্ট হয়ে যেত বার্সার। সেই সুযোগ দেনটি লিওনেল মেসি। তার কল্যাণেই ম্যাচের দশম মিনিটেই এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। আর্জেন্টাইন ক্ষুদে জাদুকরের নেয়া শট সেল্টা গোলরক্ষক ফিরিয়ে দিলেও বিপদমুক্ত করতে পারেনি। ফিরতি বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে নেন দেম্বেলে। আর বিরতির ঠিক আগে জর্ডি আলবার দুর্ধর্ষ ক্রস থেকে ডি বক্সের বাইরের মাপা শটে ব্যবধান বাড়ান মেসি। লিগে এটি তার ১৫তম গোল। ইউরোপিয়ান শীর্ষ পাঁচ লিগে চলতি মৌসুমে যা সর্বোচ্চ। বার্সা অধিনায়ক গোলে সহায়তাও করেছেন সর্বোচ্চ ১০বার।
ইউরোপিয়ান ঘরোয়া লিগে দ্বিতীয় ও ফ্রেঞ্চ লিগ ওয়ানে সর্বোচ্চ ১৩টি গোল এমবাপের। পরশু ২০তম জন্মদিনে তার একমাত্র গোলেই নঁতেকে হারিয়ে পয়েন্ট ব্যবধানটা ১৩-তে নিয়ে যায় পিএসজি। বার্সাও বড়দিনের উৎসব করবে পরিস্কার তিন পয়েন্ট এগিয়ে থেকে।
দুর্বার গতিতে এগিয়ে চলা জুভেন্টাস অবশ্য শুধু এগিয়েই নেই, পিএসজির মত তাদের পেছনের দলও অনেক পিছিয়ে। দুইয়ে থাকা নাপোলির চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে জুভারা। তুরিনে এদিন ক্রিশ্চিয়ানো রোনালদোকে তিনবার গোলবঞ্চিত করেন রোমা গোলরক্ষক রবিন ওলসেন। কিন্তু প্রথমার্ধে মানজুকিটের হেড ফেরাতে পারেননি। এসপিএএলের বিপক্ষে এদিন নাপোলির জয়টিও ছিল একই ব্যবধানের। তিনে থাকা ইন্টার মিলান ১-১ ড্র করে চিয়েভোর মাঠে। ঘরের মাঠে ফিওরেন্তিনার কাছে ১-০ গোলে হেরে পাঁচে নেমে গেছে এসি মিলান। কুঁচকির ইনজুরিতে থাকা নেইমার বিশ্রাম কাটাতে কোচের অনুমতি নিয়ে গেছেন স্বদেশে।
ওদিকে বুন্দেসলিগায় দারুণ জয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসেছে বায়ার্ন মিউনিখ। ফ্রাঙ্ক রিবেরির জোড়া গোলে এদিন আইনট্রাখ্ট ফ্রাঙ্কফুর্টকে ৩-০ গোলে হারায় বর্তমান চ্যাম্পিয়নরা। অন্য গোলটি করেন ফেরেইরা ডি সুজা। শীর্ষে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে বায়ার্নের পয়েন্ট ব্যবধান এখন ছয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।