প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্কে জড়ান চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও রনি রিয়াদ রশীদ। তারপর চলতে থাকে তাদের প্রেম। ২০১৮ সালে দুই পরিবার থেকে বিয়ের চাপ আসে। পরের বছরই বিয়ে করার পরিকল্পনা করেন। কিন্তু সে পরিকল্পনাও বদলে ফেলেন এ যুগল। আংটি বদলের আড়াই বছর পর নুসরাত ফারিয়া জানলেন তিনি বিয়ে করছেন না।
এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বললেন, ‘আমি যা করি, বুঝেশুনেই করি। রনির সঙ্গে যোগাযোগ আছে। সারাজীবনই বন্ধুর মতো সম্পর্ক থাকবে। বিয়ে না করার সিদ্ধান্তটি দুজনের বোঝাপড়াতেই হয়েছে।’
বিয়ে না করার পেছনে বেশ কয়েকটি কারণকে সামনে আনছেন ফারিয়া। জানালেন, চারদিকে যে পরিমাণ বিচ্ছেদ হচ্ছে তাতে অনেকটাই আতঙ্ক বোধ করেন। ফারিয়া বলেন, ‘আমাদের পরিবার, আত্মীয়-স্বজনের মধ্যে এই বিবাহবিচ্ছেদের বিষয়টি নাই। এটি আমার জন্য একটা মানসিক ট্রমার মতো।’
যদিও পারিবারিকভাবে বিয়ের চাপটা রয়েছে, তার পরও এখনই বিয়ে করতে চান না ঢাকাই ছবির এই নায়িকা। নিতে চান সময়। বললেন, ‘এখন আমি আমার কাজে ব্যস্ত। এই কাজ নিয়ে আপাতত থাকতে চাই। বিয়ের বিষয়টি এখনই ভাবছি না।’
২০২০ সালের মার্চে বাগদান সেরেছেন। আংটি বদলের একটি ছবি ফেসবুকে পোস্ট করে তিনি স্ট্যাটাসে লিখেছিলেন, ‘আমাদের মধ্যে ৭ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। অবশেষে পারিবারিকভাবে বাগদান সম্পন্ন হয়েছে।’
এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া সে সময় বলেছিলেন, ‘হুট করেই দুই পরিবারের সম্মতিতে আংটি বদল হলো। করোনার সংকট কেটে গেলে সবাইকে দাওয়াত দিয়েই বিয়ের পিঁড়িতে বসব।’
জানা গিয়েছিল, নুসরাত ফারিয়ার হবু স্বামী রনি রিয়াদ রশীদ একটি টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা। তিনি সাবেক সেনাপ্রধান লে. জে. হারুন-অর-রশীদের ছেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।