বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জের ফতুল্লায় আগুনে একই পরিবারের ৯ জন দগ্ধের ঘটনায় আরো ২ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা দাড়ালো ৪ জনে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৪ টায় শ্রীনাথ চন্দ্র বর্মন ও গতকাল সন্ধ্যায় তার ছেলে স্কুলছাত্র অর্পিত বর্মনেরর মৃত্যু হয়।
ঢামেক বার্ণ ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দগ্ধ শ্রীনাথের শরীরের ৩০ শতাংশ ও অর্পিতের ৪৬ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এরআগে বুধবার ভোর সাড়ে ৫টার সময় ফতুল্লাহ হকবাজার এলাকার জাকিরের বাাড়ির ভাড়া বাসায় আগুনে একই পরিবারের ৯ জন দগ্ধ হয়। দগ্ধরা হলেন, শ্রীনাথ চন্দ্র বর্মন (৩৫), তার স্ত্রী শ্রীমতি অর্চনা (৩২), তাদের সন্তান অনামিকা (১৫) ও অর্পিত (৯) শ্রীনাথের মা হরিদাসী, (৬০), বোন শুমিত্রা (২৬) ও তার স্বামী নারায়ণ চন্দ্র (৩৫), ভাতিজা প্রমিত (১৪), শাওন (১০)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।