বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাংনীতে পুলিশের অভিযানে বিএনপি-জামায়াতের ১৯জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। আটককৃত এ সব নেতাকর্মীদের বাড়ি গাংনী উপজেলার বিভিন্ন গ্রামে। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি, লাঠি-সোটা ও বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবী করা হয়েছে। আজ মেহেরপুর আদালতের মাধ্যমে এ সব নেতাকর্মীদের জেল-হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।
গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার (পিপিএম) দাবি করেন, মঙ্গলবার দিবাগত রাতে গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের একটি খোলা স্থানে নাশকতার প্রস্তুতি চলছে এমন গোপন সংবাদ পাওয়া যায়। এ সময় অভিযান চালিয়ে এসব নেতাকর্মীদের আটক করা হয়। পরে ঘটনাস্থল থেকে ২টি শার্টারগান, ৪ রাউন্ড শার্টারগানের গুলি, লাঠি-সোটা ও বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয় ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।