বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জের ফতুল্লায় হক বাজার এলাকায় জাকির মিয়ার তিনতলার ফ্ল্যাটে আগুন লেগে একই পরিবারের নয়জন দগ্ধ হয়েছেন।
বুধবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন শ্রীনাথ চন্দ্র বর্মণ (৩৫), তার স্ত্রী মতি অর্চনা (৩২) তাদের সন্তান অনামিকা, ছেলে অপ্রীত। দগ্ধ শ্রীনাথ চন্দ্র বর্মণের মা ছায়া রানী (৬০), তার মেয়ে সুমিত্রা, তাদের প্রমীত (১৪), তার ছোট ভাই শাওন (১০), দগ্ধ শ্রীনাথ চন্দ্র বর্মণের বোন জামাই নারায়ণ চন্দ্র।
দগ্ধ বর্মণ জানান, ভোর সাড়ে ৫টায় মোবাইলের রিংটোনের শব্দ শুনে ঘুম থেকে উঠে দেখেন রুমের মধ্যে আগুন। এতে তিনিসহ ঘুমন্ত বাকীরা আগুনে দগ্ধ হয়। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে।
ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ বাচ্চু মিয়া গণমাধ্যমকে জানান, দগ্ধরা হাসপাতালে চিকিৎসাধীন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।