Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্পেনে পশু হত্যার বিরুদ্ধে বিবস্ত্র প্রতিবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৮, ৩:৫৯ পিএম

স্পেনের বার্সেলোনার প্লাসে ডে কাতালুনিয়া’তে একদল পশু অধিকারকর্মী বার্সেলোনার খোলা রাজপথে সম্পূর্ণ বিবস্ত্র হয়ে শুয়ে পশু হত্যার প্রতিবাদ করলেন। ‘এনিমা ন্যাচারালিস’ নামের এক সংগঠন সোমবার এ প্রতিবাদের আয়োজন করে। এটি স্পেন ও লাতিন আমেরিকায় পশু অধিকারের পক্ষে লড়াইকারী একটি আন্তর্জাতিক অলাভজনক প্রতিষ্ঠান। খবর এএফপি।

পশুপাখিদের চামড়া ও লোম ব্যবহারের মাধ্যমে জামাকাপড় তৈরি করে করছে বিভিন্ন পোশাক তৈরি প্রতিষ্ঠান। আর এতে করে অনেক পশুপাখিকে নির্মমভাবে হত্যাসহ চালানো হচ্ছে নৃশংসতা। মূলত এর বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ রাজপথে নামে তারা।
প্রতিবেদনে বলা হয়, গায়ে নকল রক্ত মাখিয়ে নগ্ন হয়ে সড়কে শুয়ে পড়েন তারা। মূলত এর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। ভিডিওতে দেখা যায়, পশুদের মৃতদেহের স্তূপের মত করে সড়কে একে অপরের উপর রক্তাক্ত অবস্থায় নগ্ন হয়ে পড়ে রয়েছেন একদল মানুষ। আর তাদের সামনে এক মহিলার হাতে একটি প্ল্যাকার্ড। সেখানে লেখা আছে, ‘শুধুমাত্র একটি কোটের জন্য আর কত প্রাণ প্রয়োজন?’ মূলত এমন দৃশ্য ইতিমধ্যে নাড়া দিয়েছে বিশ্বব্যাপী।



 

Show all comments
  • Parves ২২ ডিসেম্বর, ২০১৮, ১:৫২ এএম says : 0
    এর বিচার হক
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্পেন

২৬ সেপ্টেম্বর, ২০২২
২৫ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ