নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
লা লিগা মৌসুমে তখন মাত্র দুই ম্যাচ বাকি। প্রথম দল হিসেবে পুরো মৌসুম অপরাজিত থাকার সামনে বার্সেলোনা। এমন সময় আনকোরা লেভান্তের কাছে ৫-৪ গোলে হেরে বসায় রেকর্ডটা করা হয়নি বার্র্সার। গত মৌসুমের সেই ম্যাচে ছিলেন না লিওনেল মেসি।
পরশু যেন তারই ঝাল মেটালো বর্তমান চ্যাম্পিয়নরা। আরো ছোট করে বললে, মেসি। লেভান্তেকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দেয়া ম্যাচে পাঁচটি গোলেই তার অবদান। তিনটি গোল করেছেন তিনি নিজে, বাকি দুটি করিয়েছেন লুইস সুয়ারেজ ও জেরার্ড পিকেকে দিকে। ঘাড়ে নিশ্বাস ফেলা অ্যাটলেটিকো মাদ্রিদ ও সেভিয়ার সঙ্গে পয়েন্ট ব্যবধানটাও বাড়িয়ে তিনে নিয়ে গেছে শীর্ষে থাকা আর্নেস্তো ভালভার্দের দল।
ব্যালন ডি’অরে পঞ্চম সেরা খেলোয়াড় হওয়া, পেলের দৃষ্টিতে ‘স্বয়ংসম্পূর্ণ’ খেলোয়াড় না হওয়া- সব কিছুর জবাব মাঠে থেকেই দিচ্ছেন আর্জেন্টাইন তারকা। এদিন মাত্র ১৭ মিনিটের ব্যবধানে করেছেন হ্যাটট্রিক। প্রথম খেলোয়াড় হিসেবে টানা ৯ বছর পেরিয়েছেন ৫০ গোলের মাইলফলক। লা লিগায় রেকর্ড বর্ধিতকরণ ৩১তম হ্যাটট্রিক দিয়ে হয়েছেন মৌসুমের সর্বোচ্চ (১৪) গোলদাতাও। হাত ভেঙে এক মাস মাঠের বাইরে থাকার পরও ইউরোপিয়ান শীর্ষ লিগে সর্বোচ্চ গোল তার। চলতি মৌসুমে গোল করা ও করানোয় দুই অঙ্ক স্পর্শ করা একমাত্র খেলোয়াড়টির নামও লিওনেল মেসি। গোলের সংখ্যায় সুয়ারেজেরটা (১১) যোগ করলে রিয়াল মাদ্রিদের চেয়েও মৌসুমে একটি গোল বেশি মেসি-সুয়ারেজ জুটির! এই মেসিকে তাই বর্ণনার নতুন কোন ভাষা নেই কোচ ভালভার্দের কাছে, ‘আমি জানি না তাকে আর কিভাবে মূল্যায়ন করব। সবচেয়ে বেশি বার জিজ্ঞাসা করা প্রশ্নের উত্তর কিভাবে দেব তা আমার জানা নেই।’ কাতালান কোচ বলেছেন, সবকিছু নীরবে থেকে উপভোগ করতে।
বিরতির ঠিক আগে সার্জিও বুসকেতসের লম্বা পাস ধরে লেভান্তের রক্ষণকে নিয়ে কিছুক্ষণ খেলে মেসি হ্যাট্রিকের যে প্রথম গোলটি করেন তা যেন ডান পা নিয়ে পেলের সমালোচনার জবাব। এর আগে চোখ ধাঁধানো পাসে সুয়ারেজকে দিয়ে একটি গোল করিয়েছেন। বিরতি থেকে ফিরে আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন পাঁচবারের বর্ষসেরা। দুই মিনিটের মাথায় জর্ডি আলবার ক্রস নিঁখুত শটে জালে পাঠিয়ে করেন নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল। ম্যাচের বয়স ঘণ্টা স্পর্শ করার মুহূর্তে অ্যালেক্স ভিদালের ক্রস থেকে হেসেখেলে করেন হ্যাটট্রিক। নির্ধারিত সময়ের যখন ১৪ মিনিট বাকি তখন উসমান ডেম্বেলেকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এরিক কাবাকো। দশজনের লেভান্তের বিপক্ষে পিকেকে দিয়ে শেষ গোলটি করান মেসি। দুই সুয়ারেজ ড্যানিস ও লুইস মেসির দুটি বানিয়ে দেওয়া বলে হাস্যকর মিস না করলে ঘরের মাঠে আরো বড় হারের সাক্ষি হতে হত লেভান্তেকে।
স্বাগতিকরাও যে সুযোগ পায়নি তা না। ম্যাচের প্রথম সুযোগটি পায় তারাই। কিন্তু ইমানুয়েল বোয়েটাংয়ের শট ক্রসবারে লেগে ফিরে আসে। প্রথমার্ধে চোখে চোখ রেখেই লড়ে যায় তারা। কিন্তু মেসির দিনে যে বাকি সবকিছুই স্ল্যান। শেষদিকে গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগের দারুণ সেভ দেয়ায় জালের সাক্ষাত পাওয়া সম্ভব হয়নি লেভান্তের। চলতি মৌসুমে লেভান্তে যেন আরো শানিত দল। পয়েন্ট তালিকায় রয়েছে আট নম্বরে। একপেশে জয়টা তাই বেশিই খুশি করেছে ভালভার্দেকে, ‘তারা দারুণ একটা মৌসুম কাটাচ্ছে। আমাদের বিপক্ষে মাঠে নেমে তা তারা দেখিয়েছে। আমরা সন্তুষ্টচিত্তে বাড়ি ফিরছি।’
মেসির এমন পারফর্মান্সের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানান রকম সমালোচনা। বার্সেলোনায় সাফল্যমণ্ডিত দীর্ঘ ক্যারিয়ারে অনেক সমালোচনাও শুনতে হয়েছে তাকে। একসময় রোনালদিনহো চলে যাওয়ার পর শুনতে হয়েছিল এবার মেসিকে আর আগের মত গোল করতে দেখা যাবে না। একই কথা শুনতে হয়েছিল একে একে জাভি, আলভেস, নেইমার ও ইনিয়েস্তা ক্লাব থেকে বিদায় নেয়ার পরও। কিন্তু মেসি যে স্বমহিমায় উজ্জ্বল এক নক্ষত্রের নাম তার প্রমাণই যেন ৩১ বছর বয়সী ফরোয়ার্ড দিয়ে চলেছেন মৌসুমের পর মৌসুম, বছরের পর বছর ধরে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।