বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুরে এক কিশোর ইজিবাইক চালককে গলাকেটে হত্যা করেছে দুবৃর্ত্তরা।
মঙ্গলবার রাতে সিটি করপোরেশনের হাতিয়াব এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. আল আমিন (১৫) শেরপুরের ঝিনাইগাতি থানার নাচনমুহুরী গ্রামের মো. ফরহাদ আলীর ছেলে। সে গাজীপুর সিটি করেপারেশনের শিমুলতলীর শান্তিবাগ এলাকায় ভাড়া থাকত।
নিহতের চাচা রুস্তম আলী জানান, আল আমিনের বাবা ফরহাদ আলী গ্রামের বাড়িতে থাকেন। মা, ভাই বোনের সাথে শন্তিবাগ এলাকায় ভাড়া থেকে থেকে শিববাড়ি-শিমুলতলী রুটে ইজিবাইক চালত সে। মঙ্গলবার সন্ধ্যায় ইজিবাইক নিয়ে বের হয়ে আর বাড়িতে ফিরেনি।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সমীর চন্দ্র সূত্রধর জানান, হাতিয়াবহ এলাকার রাজেন্দ্রপুর চত্বর বাজার সড়কে গজারি বনের ভেতর দুর্বৃত্তরা ওই ইজিবাইক চালককে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে ফেলে যায়। পরে স্থানীয়রা টের পেয়ে থানায় খবর দিলে রাত ১০টার লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনাস্থলের অল্প দূরে রাস্তার পাশে ইজিবাইকটি উল্টে পড়ে ছিল।
ওসি বলেন, ‘কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।