Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্লোরিয়াস টু ইয়ার্স কনসার্ট মাতালেন শিল্পীরা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠানস্থল কানায় কানায় পূর্ণ। শিল্পীদের গানে গানে মুখরিত পুরো মঞ্চ। এভাবেই কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ- এর আয়োজিত কনসার্টে জনপ্রিয় ব্যান্ড শিল্পীদের গান উপভোগ করলেন অন্তত আট সহ¯্রাধিক মানুষ। গত শনিবার বিকেলে অনুষ্ঠিত এই কনসার্টে দর্শক শ্রোতার সমাগম হতে থাকে বিকেল ৩ টার পর থেকে। অনুষ্ঠান শুরু হয় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ- এর উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শনের মধ্য দিয়ে। আয়োজনের মূল পর্বে ব্যান্ড সংগীত শিল্পীরা একে একে গানের আসর জমাতে শুরু করেন। প্রখ্যাত দেশীয় ব্যান্ড দল ‘ব্ল্যাক’, ’পাওয়ারসার্জ’, ’ওউন্ড’ ও ’পার্পল হেইজ’ তরুণ দর্শকদের উদ্দেশ্যে গান পরিবেশন করেন। গান শুরুর পূর্বে সকলে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন সদ্য প্রয়াত ব্যান্ড কিংবদন্তি আইয়ুব বাচ্চুকে। পার্পল হেইজের ভোকাল নয়ন ইব্রাহিম বলেন, বাচ্চু ভাইকে মানুষের মাঝে জীবিত রাখবো আমাদের মিউজিক দিয়ে। তার জন্যই আমরা রক মিউজিক করতে পারছি। এরপর ’পার্পল হেইজ’ তাদের দর্শকপ্রিয় গানগুলো মঞ্চে গেয়ে শোনায়। পরবর্তী পর্বে মঞ্চে উঠে ’ওউন্ড’। ’ভাবান্তর’, ’আসক্তি’,’গর্ভ’- সহ জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন তারা। ’পাওয়ার সার্জ’- এর গানও দর্শক উপভোগ করেন। সন্ধ্যা সাড়ে ছয়টায় মঞ্চে উঠে প্রখ্যাত ব্যান্ডদল ব্ল্যাক। ’আমার পৃথিবী’, ’উৎসবের পর’- এর মত জনপ্রিয় গানগুলো ছাড়াও ব্যান্ডটি তাদেও নতুন এ্যালবামের কয়েকটি গান পরিবেশন করেন। গানে গানে তরুনদের মাদকের বিরুদ্ধে থাকার আহ্বান জানান তারা। ব্ল্যাকের জাদুকরী পারফর্মেন্সের মধ্য দিয়ে পর্দা নামে এই আয়োজনের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কনসার্ট

১২ সেপ্টেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ