Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার কনসার্ট ও ফ্যাশন শো’

প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : প্রিমিয়ার ফুটবল লিগে সেøা মোশন ডিভাইস প্রযুক্তি আনছে সাইফ পাওয়ারটেক। যার মাধ্যমে গোল এবং ফাউলগুলো স্পষ্ট দেখা যাবে। তাছাড়া ২৫ সেপ্টেম্বর থেকে সিলেট ভেন্যুতে শুরু হওয়া লীগের পরবর্তী রাউন্ডের আগেই কনসার্ট ও ফ্যাশন শো’য়ের আয়োজন করবে সাইফ গ্লোবাল স্পোর্টস। কনসার্টে টিকিটের মূল্য রাখা হয়েছে দুশ’ টাকা। অনলাইনেও বিক্রি হবে এই টিকিট। এ বিষয়ে সাইফ পাওয়ারটেকের কর্ণধার রুহুল আমিন তরফার বলেন, ‘ফুটবল নামক ট্রেনটি লাইনে ওঠেছে। গন্তব্যে পৌঁছানোর জন্য সময়ের প্রয়োজন।’ লীগের দ্বিতীয় লেগেই গোপালগঞ্জ ভেন্যুর দেখা মিলতে পারে। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে সাইফ স্পোর্টিং ক্লাবের অংশগ্রহণ নিয়ে তার কথা, ‘জিরো লেভেল থেকে প্রতিষ্ঠিত হতে চাই। দলের জন্য ইতোমধ্যে প্লেয়ার বাছাই শুরু করছি। গাজীপুরে ৩২ বিঘা জায়গা কিনেছি। যেখানে মিনি স্টেডিয়াম ও ক্লাব টেন্টসহ সবই হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এবার কনসার্ট ও ফ্যাশন শো’

১২ সেপ্টেম্বর, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ