Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বছরের সবচেয়ে বড় কনসার্ট ঢাকা রক ফেস্ট ২.০

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০২১, ১২:০৪ এএম

মোবাইল নেটওয়ার্ক বাংলালিংক আয়োজন করতে যাচ্ছে রক কনসার্ট, ঢাকা রক ফেস্ট ২.০। কনসার্টে পারফর্ম করবে অর্থহীন, ওয়ারফেজ, ক্রিপ্টিকফেট, অ্যাভয়েড রাফা, ইন্দালোসহ দেশের জনপ্রিয় রক ব্যান্ডদল। রক গানের এই মিউজিক্যাল ইভেন্ট অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর ঢাকার আইসিসিবি, নবরাত্রি, হল ৪-এ। কনসার্ট শুরু হবে দুপুর ১২ টায়। ইভেন্টটি অয়োজন করছে স্কাইট্র্যাকার লিমিটেড। সম্প্রত বাংলালিংক অফিসে আয়োজক, শিল্পী, সকল পার্টনার ও বাংলালিংক-এর উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে কনসার্টের ঘোষণা দেয়া হয়। প্রথমবারের মতো পুরো ইভেন্টটি লাইভ স্ট্রিম করবে ভিডিও এবং এন্টারটেইনমেন্ট অ্যাপ টফি। ফলে শ্রোতারা যেকোনো স্থান থেকে লাইভ পারফরম্যান্স উপভোগ করতে পারবেন। অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর, অ্যাপ স্টোর এবং এই ওয়েবসাইট থেকে বিনামূল্যে মাইবিএল ও টফি অ্যাপ ডাউনলোড করা যাবে। বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত বলেন, বাংলালিংক সবসময়ই দেশের তরুণদের জন্য বিশেষ সব সুযোগ-সুবিধা নিয়ে আসার চেষ্টা করে এবং রক ফেস্ট তারই একটি উদাহরণ। আমরা সবসময়ই তরুণদের জন্য আয়োজিত সকল বিশেষ প্রোগ্রাম ও সাংস্কৃতিক কর্মকাণ্ড সক্রিয়ভাবে সমর্থন ও প্রচার করে এসেছি। এরই অংশ হিসেবে বছর শেষে আমরা ঢাকা রক ফেস্টের সাথে যৌথভাবে কাজ করছি। রক সঙ্গীত নিঃসন্দেহে দেশের সবচেয়ে জনপ্রিয় সঙ্গীত ধারাগুলোর একটি এবং দেশে এর অসংখ্য ভক্তও রয়েছে। দ্বিতীয়বারের মতো ভক্তদের জন্য দেশের সবচেয়ে বড় রক মিউজিক্যাল ইভেন্টের আয়োজন করতে পেরে আমরা আনন্দিত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কনসার্ট ঢাকা রক ফেস্ট ২.০
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ