Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় ইতিহাস স্মরণে কনসার্ট ফ্রম বাংলাদেশ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২১, ১২:০৩ এএম

ব্রিটিশ কাউন্সিল ডিজিটাল কোলাবোরেশন ফান্ডের সহযোগিতায় ইউবিআইকে প্রোডাকশন (লন্ডন) ও সামদানি আর্ট ফাউন্ডেশন’ (ঢাকা) উদ্যোগে ‘কনসার্ট ফ্রম বাংলাদেশ’ শীর্ষক একটি মিক্সড রিয়েলিটি ডিজিটাল কনসার্ট আয়োজিত হতে যাচ্ছে। ঐতিহাসিক ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর স্মরণে কনসার্টটি আয়োজিত হবে আগামী ১ আগস্ট। কনসার্ট থেকে উপার্জিত সকল অর্থ পারফর্ম করা সকল মিউজিশিয়ান ও বাংলাদেশী দাতব্য সংস্থা ফ্রেন্ডশিপ’র মাঝে সমানভাবে ভাগ করে দেয়া হবে। ফ্রেন্ডশিপ সংস্থাটি জলবায়ু পরিবর্তনের কারণে শরণার্থীদের স্বাস্থ্যসেবা এবং দেশে নারী অধিকার নিয়ে কাজ করে। সংগঠনগুলো ব্রিটিশ-দক্ষিণ এশীয় শিল্পী শেজাদ দাউদকে পাইওনিয়ার ওয়ার্কস’র (নিউ ইয়র্ক) ওয়েবসাইটের মাধ্যমে ১ আগস্ট কনসার্টের জন্য ভার্চুয়াল রিয়েলিটি স্টেজ তৈরি করতে অনুমোদন দেয়া হয়। এটি ১৯৭১ সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় ত্রাণ ও শরণার্থী সঙ্কটে সহযোগিতার জন্য রবি শঙ্কর ও বিখ্যাত ব্যান্ড বিটলসের জর্জ হ্যারিসনের উদ্যোগে অনুষ্ঠিত হওয়া ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর স্মরণে ৫০ বছরের লিগ্যাসি স্বরূপ একটি কনসার্ট। ‘কনসার্ট ফ্রম বাংলাদেশ’-এ কো-কিউরেটর হিসেবে আছেন সামদানি আর্ট ফাউন্ডেশন’র (এসএএফ) আর্টিস্টিক ডিরেক্টর ডায়ানা ক্যাম্পবেল, সঙ্গীত প্রযোজক ও শিল্পী এনায়েত কবির এবং সহকারী কিউরেটর হিসেবে রয়েছেন রুকমিনী চৌধুরী ও সৌম্য সাহা। কনসার্টে বিভিন্ন ধারার দেশীয় গান পরিবেশন করা হবে। ঐতিহ্যবাহী বাউল গান থেকে শুরু করে পরীক্ষামূলক ইলেকট্রনিকস এবং হালের ঢাকা হিপ-হপও থাকবে। এসএএফ-এর প্রতিষ্ঠাতা নাদিয়া সামদানি বলেন, ‘বাংলাদেশ স্বাধীনতার ৫০ বছর উদযাপন করছে। এমন সময় বিশ্বব্যাপী দেশীয় সঙ্গীত ও সংস্কৃতি বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার মত একটি কাজ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে, সঙ্গীত ও শিল্প মানুষকে একত্রিত করতে পারে।’ ইউবিআইকে প্রোডাকশনের পরিচালক মিরান্ডা শার্প বলেন, ‘আমরা এমন বহুবিভাগীয় ও বহুজাতিক প্রকল্পে এসএএফ ও শেজাদ দাউদের সাথে কাজ করতে পেরে উচ্ছ¡সিত। এটি শিল্প ও সঙ্গীতের সীমানা ছাড়িয়ে ডিজিটাল মাধ্যম নিয়ে কাজের নতুন সুযোগ তৈরি করবে।’ আগামী ১ আগস্ট ইয়র্কশায়ার স্কাল্পচার পার্ক থেকে লাইভ ইভেন্টের মাধ্যমে ‘কনসার্ট ফ্রম বাংলাদেশ’ পাইওনিয়ার ওয়ার্কস-এর ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি প্রচার হবে। অন্যান্য ইভেন্টগুলো চিসেনহেল গ্যালারী (লন্ডন), লিডস সিটি ভ্যারাইটিস মিউজিক হল (লিডস) এবং শ্রীহট্ট সমদানি আর্ট সেন্টার ও ভাস্কর্য পার্ক (সিলেট)-এ অনুষ্ঠিত হবে। কনসার্টটি শুরু হবে প্রখ্যাত বাউল সঙ্গীতশিল্পী আরিফ বাউল ও তার বাদ্যযন্ত্র শিল্পী নজরুল ইসলাম, সাইদুর রহমান এবং সোহেলের বাউল সঙ্গীতের মধ্য দিয়ে। এরপর এনায়েত ও নিশিত দের কম্পোজিশনে আধুনিক ইলেকট্রনিক প্রোডাকশন এবং নজরুল সঙ্গীত ও ৯০ দশকের গান নিয়ে পরিবেশনা হবে। কনসার্টটি শেষ হবে তাবিব মাহমুদ ও ১২ বছর বয়সী গালিবয় রানার যৌথ হিপ-হপ সঙ্গীতের মধ্য দিয়ে; যাদের গানের কথায় সামাজিক বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। পারফরমেন্সগুলো আর্কাইভ ও সমসাময়িক ডকুমেন্টারি ফুটেজে সংরক্ষণ করা হবে। কনসার্টটি অগমেন্টেড রিয়েলিটি অ্যাসেট দিয়ে স্ক্রিন থেকে থ্রিডি অবজেক্ট দর্শকের চোখের আশেপাশে এনে বাস্তবধর্মী অনুভ‚তি প্রদান করবে। কনসার্টের গ্রাফিক্সের কাজ সামদানি আর্ট ফাউন্ডেশনের দীর্ঘ সময়ের সহযোগী ফ্রেজার মুগেরিজ স্টুডিও এর মাধ্যমে করা হয়েছে। কনসার্ট অ্যালবাম এবং গানগুলো পাইওনিয়ার ওয়ার্কস’র অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাওয়া যাবে। উল্লেথ্য. ব্রিটিশ কাউন্সিল ঢাকায় যাত্রা শুরু করেছিল ৭০ বছর আগে। এ দীর্ঘ অংশীদারিত্বের ইতিহাসে ব্রিটিশ কাউন্সিল ইংরেজি, শিক্ষা, শিল্প ও সংস্কৃতির মাধ্যমে বাংলাদেশ ও ইংল্যান্ডের মানুষের সাথে চমৎকার বন্ধন গড়ে তুলেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কনসার্ট ফ্রম বাংলাদেশ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ