বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুড়িগ্রামের উলিপুরে যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা হওয়ায় গতকাল শনিবার দুপুরে উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের বাহির থেকে পুলিশ তাকে আটক করেন।
জানা গেছে, উলিপুর পৌরসভার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবু জাফর (৩৮) এর সাথে চার বছর পূর্বে জেলার ফুলবাড়ি উপজেলার রাবাইতারী গ্রামের সিরাজুল ইসলামের কন্য শামিমা ফেরদৌসের (৩১) বিয়ে হয়। বিয়ের পর থেকে ওই শিক্ষক ৩ লাখ টাকা যৌতুক দাবী করে স্ত্রীকে প্রায় সময় শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করে আসছিল। গত সোমবার বিকেলে শিক্ষক আবু জাফর তার স্বজনদের সাথে নিয়ে যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্মমভাবে মারপিট করে আহত অবস্থায় তাকে বাড়ি থেকে বের করে দেন। স্বজনদের খবর দিলে তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করেন। পরে ওই গৃহবধূ বাদি হয়ে বৃহস্পতিবার স্বামী আবু জাফরসহ চারজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে উলিপুর থানায় মামলা দায়ের করেন।
এ ঘটনায় পুলিশ গতকাল শনিবার দুপুরে আবু জাফরের কর্মস্থল থেকে তাকে আটক করেন।
উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ারুল ইসলাম নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিক্ষক আটক হওয়ার ঘটনা স্বীকার করেন
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।