বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাকীতে সিগারেট না দেয়ায় আশুলিয়ায় ইলিয়াস মৃধা নামের এক দোকানদারকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় এক ব্যক্তি। ঘটনায় হত্যাকারী মুরাদকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসি। বৃহস্পতিবার আশুলিয়ার কলতাস‚তী তালতলী এলাকায় এ হত্যাকাÐের ঘটনা ঘটে।
নিহত দোকানির নাম ইলিয়াস আলী। তিনি নড়াইলের লোহাগড়া থানাধীন পারমলিকপুর গ্রামের মৃত. গোলাম রহমান মৃধার ছেলে। সে আশুলিয়ার কলতাস‚তী তালতলী এলাকায় তার মেয়ের জামাতা ফরিদের বাড়িতে থেকে চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতো।
আর আটককৃত মুরাদ ঢাকার আশুলিয়া থানাধীন কলতাস‚তী এলাকার মৃত. তোতা মিয়ার ছেলে।
নিহতের স্বজনরা জানান, স্থানীয় বখাটে মুরাদ দোকানে বাকিতে সিগারেট চায়। কিন্তু ইলিয়াস হোসেন দিতে রাজি না হলে, উভয়ের মধ্যে বাক-বিতÐা হয়। একপর্যায়ে মুরাদ দোকানের পাশে থাকা লাঠি দিয়ে ইলিয়াসের মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। রক্তাক্ত অবস্থায় তাকে তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত. ঘোষণা করেন। ঘটনার পর এলাকাবাসি ঘাতক মুরাদকে আটক করে পুলিশে সোপর্দ করে। আশুলিয়া থানার এসআই সালাম হোসেন জানান, ঘাতক মুরাদকে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।