Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রকাশিত হয়েছে মমতার দুই অ্যালবাম

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৮, ১২:০৮ এএম

প্রকাশিত হয়েছে শিল্পী ড. মমতাজ মমতার নতুন দুই অ্যালবাম ‘অনন্তআনন্দধার’ এবং ‘চোখের আলোয়’। অডিও-ভিডিও প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে অ্যালবাম দুটি প্রকাশিত হয়েছে। সম্প্রতি বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে অ্যালবাম দুটির মোড়ক উন্মোচন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রফেসর ড. নূরুল আনোয়ার। এছাড়াও উপস্থিত ছিলেন জি সিরিজ-অগ্নিবীণার কর্ণধার নাজমুল হক ভ‚ঁইয়াসহ সঙ্গীতাঙ্গনের বিশিষ্টজনেরা। শিল্পী ড. মমতাজ মমতা বলেন, দুই অ্যালবামের অধিকাংশ গানই অল্পশ্রæত। অনেকদিন থেকেই আমার ইচ্ছা ছিল কবিগুরুর অল্পশ্রæত গানগুলো নিয়ে বিশেষভাবে কিছু করার। কেননা, সবাই যদি জনপ্রিয় গানগুলোই গাইতে থাকেন তাহলে অন্য গানগুলো ধীরে ধীরে হারিয়ে যাবে। তেমন ভাবনা থেকেই দুই অ্যালবামের গানগুলো করেছি। তিনি বলেন, একসঙ্গে দুটি অ্যালবাম করতে গিয়ে বেশ কষ্ট করতে হয়েছে ঠিকই কিন্তু কাজটি করতে পেরে অনেক আনন্দ লাগছে। গানগুলো শ্রোতাদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস। আমার হাতেই একটি ভার্সিটির সঙ্গীত বিভাগ গড়ে উঠেছে, সেই অভিজ্ঞতা থেকেই বলছি, গানগুলো রবীন্দ্র সঙ্গীতের শিক্ষার্থীদের জন্য বেশ সহায়ক হবে। দূর্বাদল চট্টপাধ্যায়ের সঙ্গীতায়নে দুই অ্যালবামে স্থান পাওয়া গানগুলোতে যন্ত্রানুষঙ্গে রয়েছেন- রাহুল চ্যাটার্জি , বুবাই নন্দী, ইন্দ্রনীল চ্যাটার্জি, জয় নন্দী, গৌতম সোম, সঞ্জীবন আচার্য্য ভাষ্কর রায়, প্রত্যুষ ব্যানার্জি এবং দূর্বাদল চট্টপাধ্যায়। ১০টি করে মোট বিশটি গানে সাজানো হয়েছে অ্যালবাম দুটি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অ্যালবাম


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ