বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জামাল উদ্দিন আকবরকে (৩৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টায় উপজেলার কোলার টেক এলাকায় এই ঘটনা ঘটে। সে কোলাগাঁও ইউনিয়নের মৃত ইয়াছিন আলী পুত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দলীয় কোন্দলের কারণে এ খুনের ঘটনা ঘটেছে। আকবর পটিয়ার এমপি সামশুল হকের অনুসারী। পটিয়ার কোলাগাঁও এলাকায় জাহাজ নির্মাণ কারখানা ও বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে তেল সরবরাহ ব্যবসা নিয়ে শাহীন উল্লাহ নামের একজনের সাথে তার বিরোধ ছিল। এই বিরোধকে কেন্দ্র করে হত্যাকাণ্ড হয়েছে বলে পুলিশের ধারণা।
পটিয়া থানার ওসি শেখ মো. নেয়ামত উল্লাহ জানান, কোলার টেক এলাকায় জামালকে ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, হত্যাকাণ্ডে জড়িতরাও দলীয় রাজনীতিতে যুক্ত। তবে ব্যবসায়িক বিরোধের কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয় লোকজন জানান।
প্রসঙ্গত, কোলাগাঁও ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিগত ২০১৬ সালের শেষের দিকে একইভাবে কোলাগাঁও ইউনিয়ন মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি মো. বাহাদুরকে জবাই করে হত্যা করা হয়। এ ঘটনায় হত্যা মামলা হলেও মূল আসামিরা গ্রেফতার হয়নি। কোলাগাঁও ইউনিয়নে বেশ কয়েকটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়। কয়েকটি ডকইয়ার্ডও রয়েছে। এসব প্রতিষ্ঠানে ঠিকাদারির কাজ পেতে আধিপত্য বিস্তারে বেশ কয়েকটি মারামারির ঘটনা ঘটে। দুই বছরের মাথায় সরকারি দলের দুই নেতা খুন হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।