Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালীগঞ্জে ৭ বোমসহ দুই জন আটক

কালীগঞ্জ(ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৮, ১২:২২ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জে সাতটি হাতবোমাসহ দু’জনকে আটক করেছে পুলিশ। সোমবার মধ্যে রাতে দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আকবর আলীর ছেলে মুক্তার হোসেন (৪৫) ও বেলনদৌলতপুর গ্রামের আফছার মন্ডলের ছেলে আরশেদ আলী মন্ডল (৫৫)।
কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসএই জাহিদ হোসেন জানান, পুলিশ জানতে পারে রাত তিনটার দিকে বারোবাজারের কামালহাট প্রাথমিক বিদ্যালয় এলাকায় একদল সন্ত্রাসী অবস্থান করছে। এসময় সেখানে অভিযান চালিয়ে মুক্তার ও আরশেদকে আটক করা হয়। তাদের কাছে থাকা সাতটি হাতবোমা উদ্ধার করা হয়। এ ঘটনায় রাতেই মুক্তার ও আরশেদসহ ১২ জনার নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ