বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে তাবলীগের সাদ বিরোধী মুসল্লিরা। রোববার বিকেলে উপজেলার পৌর সদরের চৌরাস্তা মোড়ে ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, অত্যান্ত পরিকল্পিত ভাবে সাদ সমর্থকরা আমাদের মাদ্রাসা ছাত্র ও নিরিহ মুসল্লিদের উপর হামলা করেছে। এক নিরিহ মুসল্লি ভাই কে হত্যা করা হয়েছে। শতশত লোক আহত হয়েছে। এ ঘটনায় যারা জড়িত তাদের ফাঁসি সহ দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে। ওই ঘটনায় জড়িতদের শাস্তি না হলে কঠোর আনন্দোলনের হুমকী দেন বক্তারা। এ সময় বক্তব্য রাখেন ছিলেন, মাওলানা নূরে আলম, মাওলানা আবুল ফজল, মাওলানা আবুল কালাম আজাদ, হাফেজ আহাম্মদ আলী, মাওলানা রুহুল আমিন রাজী সহ বিভিন্ন মাদ্রাসা থেকে আগত আলেমগন। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন মাদ্রাসার ছাত্র সহ তাবলীগের সাদ বিরোধী সাধারণ মুসল্লিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।