Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওগাঁয় দর্জিকে গলাকেটে হত্যা

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৮, ১:১৪ পিএম

নওগাঁর বদলগাছী উপজেলায় তপন সরকার (২৮) নামে এক দর্জিকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল শুক্রবার রাতে উপজেলা বিলাশবাড়ী ইউনিয়নের চকশ্রীরাম গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তপন সরকার গ্রামের রবীন্দ্রনাথ নাদুর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, তপন সরকার গ্রামের পাশে গোপালপুর বাজারে দর্জির কাজ করতেন। কাজ শেষে প্রতিদিন তিনি রাত সাড়ে ৮টার দিকে তিনি বাড়ি ফেরেন। শুক্রবার রাতে বাড়ি না ফেরায় স্বজনরা তার মোবাইল ফোনে যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়। এরপর বিভিন্ন স্থানে তাকে খোঁজ করেও পাওয়া যায়নি।
আজ শনিবার সকালে বাড়ির পাশে ফাঁকা মাঠে তপনের গলাকাটা ও হাত-পায়ের রগ কাটা অবস্থায় লাশ পড়ে থাকে দেখে স্থানীয়রা। পরে তারা থানা পুলিশে খবর দেয়।
তপন সরকার নম্র, ভদ্র স্বভাবের। তিনি এক সন্তানের জনক বলে জানান স্থানীয়রা।
তবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যা করে বাড়ির পাশে মাঠে তার লাশ ফেলে যায় দুর্বৃত্তরা।
বদলগাছী থানার তদন্ত-ওসি আবদুল মালেক বলেন, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে।
তবে কি কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ