বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাভার আশুলিয়ায় সিলিন্ডারের গ্যাস থেকে বিস্ফোরন হয়ে অগ্নিকান্ডে এক দম্পতি ও শিশুসহ তিনজন দগ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। এসময় অগ্নিকান্ডের ঘটনার পাশের একটি ইলেকট্রনিক্স দোকানও ক্ষতিগ্রস্ত হয়।
শনিবার ভোর ৫ টার দিকে আশুলিয়ার পশ্চিম বাইপাইলে মোস্তাফা দেওয়ানের মালিকাধীন একতলা বাড়ির একটি কক্ষে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে।
দগ্ধরা হলেন-আকরাম হোসেন, তার স্ত্রী লাবলী আক্তার ও ৮ বছরের ছেলে আশিকুর রহমান। তাদের গ্রামের বাড়ির ফরিদপুরের মধুখালীর থানা এলাকায়। দম্পতি দুইজনেই আশুলিয়ায় পোশাক কারখানার শ্রমিক।
প্রতিবেশী সোহাগ হোসেন জানান, বিকট শব্দে ঘুম ভেঙ্গে যায়। এসময় বের হয়ে দেখেন আকরাম হোসেন দগ্ধ হয়ে ঘর থেকে দৌড়ে বের হয়েছেন। পরে তার স্ত্রী সন্তান উদ্ধার করেন। পরে তাদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন কবির জানায়, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সিলিন্ডারের লিকেজ থেকে গ্যাস পুরো ঘরে ছড়িয়ে পড়ে। ভোরে রান্না করতে গেলে ছড়িয়ে থাকা গ্যাসে বিস্ফোরিত হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এই ঘটনায় আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।