Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ড. মোশাররফের

কুমিল্লা উত্তর সংবাদদাতা | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম


কুমিল্লা-১ আসনের আ.লীগ প্রার্থী সুবিদ আলী ভুইয়ার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিস্তর অভিযোগ ওঠেছে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসন কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করছে না। ফলে সুষ্ঠু নির্বাচন নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে নানা শঙ্কা বিরাজ করছে।
বিএনপি প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন গতকাল শুক্রবার দাউদকান্দি সহকারী রিটার্নিং অফিসারের কাছে এক লিখিত অভিযোগে বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন গত ১৮ সেপ্টেম্বর নির্বাচন আচরণবিধি প্রজ্ঞাপন আকারে প্রকাশ করেছে। সেই আচরণবিধির ১২ বিধি লঙ্ঘন করে কুমিল্লা-১ আসনের আ.লীগের প্রার্থী সুবিদ আলী ভুইয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর (স্টেশন) মোড়ে বিশাল আকারের বিলবোর্ড স্থাপন করেছেন। অথচ আজও বিলবোর্ডটি যথাস্থানে প্রদর্শিত হচ্ছে। ড. মোশাররফ তার অভিযোগে এ বিষয়ে আ.লীগের প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। সাধারণ ভোটারগণ অভিযোগ করেছেন, আ.লীগের প্রার্থী সুবিদ আলী ভুইয়া ও তার ছেলে দাউদকান্দি উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমন তফসিল ঘোষণার পর থেকে প্রতিনিয়ত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে চলেছেন। ফলে এলাকায় ভোটারদের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিয়ে শঙ্কা বিরাজ করছে, ভোটারগণ গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তারা এ বিষয়ে অবিলম্বে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য নির্বাচন কমিশন ও স্থানীয় সহকারী রিটার্নিং অফিসারের কাছে দাবি জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আচরণবিধি লঙ্ঘন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ