Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১৩ প্রার্থীর জরিমানা

প্রকাশের সময় : ২ জুন, ২০১৬, ১২:০০ এএম

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা : ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৪ চেয়ারম্যান প্রার্থী ও ৯ মেম্বার প্রার্থীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার পূর্ণিমাগাতী, বাঙালা ও হাটিকুমরুল ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়। অর্থদÐপ্রাপ্ত চেয়ারম্যান প্রার্থীরা হলেনÑ পূর্ণিমাগাতী ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী খলিলুর রহমান, বিএনপি মনোনীত প্রার্থী বুলবুল কবির, বাঙালা ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সোহেল রানা ও স্বতন্ত্র প্রার্থী নাসিরুল ইসলাম নসু। উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আকরাম হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, আচরণবিধি লঙ্ঘন করে দেয়ালে পোস্টার লাগানো, প্যানাবোর্ড স্থাপন ও যানবাহনে স্টিকার লাগানোর অভিযোগে পূর্ণিমাগাতী ও বাঙালা ইউনিয়নের ৪ চেয়ারম্যান প্রার্থীর ১২ হাজার টাকা এবং হাটিকুমরুল ইউনিয়নের ৯ মেম্বার প্রার্থীকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১৩ প্রার্থীর জরিমানা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ