Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আচরণবিধি লঙ্ঘন এমপি আজীমকে এলাকা ছাড়ার নির্দেশ

প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারকে এলাকা ছাড়তে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ঝিনাইদহের পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে যেন, এমপি কোনোভাবেই আচরণবিধি লঙ্ঘন করতে না পারেন, সে ব্যবস্থা নিতে। ইসি’র উপ-সচিব সামসুল আলম জানান, এ এমপির বিরুদ্ধে এলাকায় অবস্থান করে নির্বাচনী প্রচারণার অভিযোগ ওঠায় ওই নির্দেশানা দিয়েছে কমিশন। এর আগে এমপি শওকত হাচানুর রহমান রিমনের বিরুদ্ধে আনা অভিযোগের সতত্য পাওয়ায় তার বিরুদ্ধে মামলা করতে বলেছে ইসি। বরগুনা-২ আসনের এই এমপির বিরুদ্ধে মামলা করেছেন সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপার। এছাড়া পাবনা-২ আসনের এমপি খন্দকার আজিজুল হক আরজুকেও এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছিলো কমিশন।
আগামী ২২ মার্চ দেশের নির্বাচন উপযোগী ইউপিগুলোর ভোটগ্রহণ শুরু করবে ইসি। এবার ছয় ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আচরণবিধি লঙ্ঘন এমপি আজীমকে এলাকা ছাড়ার নির্দেশ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ