Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৬১ প্রার্থীর জরিমানা

প্রকাশের সময় : ২৫ মে, ২০১৬, ১২:০০ এএম

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৬১ জন প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার বিকাল থেকে রাত পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনাকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার নারান্দি, চরফরাদি, সুখিয়া, চন্ডিপাশা, এগারসিন্দুর ও জাঙ্গালিয়া ইউনিয়নের ৬১ জন প্রার্থীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে সর্বমোট ৩ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মো. আক্তার জামীল। জরিমানা প্রদানকারী ৬১ জন প্রার্থীর মধ্যে ১৮ জন চেয়ারম্যান, ৩৬ জন সাধারণ সদস্য ও ৭ জন সংরক্ষিত আসনের সদস্য পদপ্রার্থী রয়েছেন। উল্লেখ্য, ১৮ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের ৫ জন, বিএনপির ৩ জন, জাতীয় পার্টির ৩ জন ও স্বতন্ত্রপ্রার্থী ৭ জন রয়েছেন। এসব প্রার্থীদের তোরণ নির্মাণ, ব্যানার টানানো এবং দেয়াল, বাসাবাড়ি, যানবাহন, বৃক্ষ, দোকান-পাট ও ব্যবসা প্রতিষ্ঠানে পোস্টার লাগানোর দায়ে জরিমানা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৬১ প্রার্থীর জরিমানা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ