Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৪ চেয়ারম্যান প্রার্থীর জরিমানা

প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুই ইউনিয়নে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ধানের শীষ-নৌকার প্রার্থীসহ ৪ চেয়ারম্যানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাচন অফিসার কায়সার মোহাম্মদ জানান, সোমবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফাজ উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দূলর্ভপুর ইউনিয়নের ধানের শীষ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোশারফ হোসেন এমকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২১ এর ১ অনুযায়ী আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বজলার রশিদ সোনুকে ১৩ বিধিমালা অনুযায়ী মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন ও একই গাড়িতে ডবল লোকজন উঠানোর দায়ে এক হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে নয়ালাভাঙ্গা ইউনিয়নের ধানের শীষ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আশরাফুল হক একই ওয়ার্ডে ২/৩টি মাইকিং ব্যবহারের বিধিমালা ২১ অনুযায়ী আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক হাজার টাকা জরিমানা করা হয়। একই বিধিমালা অনুযায়ী নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোস্তাকুল ইসলাম পিন্টুকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন মনাকষা ও দূলর্ভপুর ইউনিয়নের রিটার্নিং অফিসার শাহীনুল হক, নয়ালাভাঙ্গা ও ছত্রাজিতপুর ইউনিয়নের রিটার্নিং অফিসার বরুন কুমার মন্ডল। এছাড়া চার চেয়ারম্যান প্রার্থীকে আচরণবিধি লঙ্ঘন চূড়ান্তভাবে সর্তক করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৪ চেয়ারম্যান প্রার্থীর জরিমানা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ