Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইয়েমেনে ১৩১ মিলিয়ন ডলার মার্কিন সহায়তা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

ভয়াবহ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে থাকা ইয়েমেনে জরুরি খাদ্য সহায়তায় ১৩১ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানায়, বেশিরভাগ অর্থই জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে দেওয়া হবে। ২০১৫ সাল থেকেই হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে সেখানে বিমান হামলা চালাচ্ছে সউদী নেতৃত্বাধীন জোট। এই হামলায় প্রাণ হারিয়েছেন অনেক বেসামরিক। বাস্তুহারা হয়েছেন লাখ লাখ মানুষ। তাদের জরুরি মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো। আরোপিত অবরোধের কারণে লাখ লাখ ক্ষুধার্ত মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছাতে পারছে না। ত্রাণ অবরুদ্ধ হওয়াতে ইতোমধ্যেই গৃহযুদ্ধ ও খরাজনিত কারণে কলেরা আর ক্ষুধার কবলে পড়া ইয়েমেনের পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা জানিয়েছে জাতিসংঘ। যুক্তরাষ্ট্র জানায়, এখন পর্যন্ত ২০১৮ অর্থবছরে তারা ৬৯৭ মিলিয়ন ডলার মানবিক সহায়তা দিয়েছে। এক বিবৃতিতে পররাষ্ট্র দফতর জানায়, সবার কাছে খাবার পৌঁছানোর জন্য অবাধ চলাচল নিশ্চিত করতে হবে। এজন্য সব পক্ষকে অস্ত্রবিরতির আহŸান জানায় তারা। বিবৃতিতে বলা হয়, সহিংসতা থামিয়ে শান্তিপূর্ণ সমাধান খুঁজেই লাখ লাখ মানুষের দুর্দশা বন্ধ করতে হবে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়েমেন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ