Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৈত্রী নস্যাতের ষড়যন্ত্র সফল হবে না : বেইজিং

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং বলেছেন, চীন-পাকিস্তান মৈত্রী নস্যাতের কোনও ষড়যন্ত্র সফল হবে না। পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখবে বেইজিং। চীন আশা করে, ইসলামাবাদ শান্তি রক্ষা করতে পারবে এবং পাকিস্তানে চীনের বৈধ স্বার্থ রক্ষা এবং চীনা জনগণ ও সংস্থার নিরাপত্তা দেবে। মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন কেং শুয়াং। তিনি বলেন, পাকিস্তানের পুলিশ দ্রæত পদক্ষেপ নিয়ে কার্যকরভাবে চীনা কনস্যুলেটের কর্মীদের নিরাপত্তা রক্ষা করেছে। এতে চীন কৃতজ্ঞ। পাকিস্তানে চীনের অনেক সংস্থার কর্মী ও ইন্টারনেট ব্যবহারকারীদের অনেকে হতাহত চীনা নিরাপত্তা কর্মীদের জন্য সহায়তা অনুষ্ঠানের আয়োজন করেছে। দুই দেশের সরকার ও জনগণের পারস্পরিক আস্থার সমর্থন এই ঘটনায় প্রতিফলিত হয়েছে। কেং শুয়াং বলেন, চীন ও পাকিস্তানের মধ্যকার মৈত্রী ও সার্বক্ষণিক কৌশলগত সহযোগিতার সম্পর্ক পরিবর্তন হবে না। চায়না ডটকম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেইজিং

১৫ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ