Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উৎকণ্ঠা নিয়েই অবতরণে তৈরি নাসার মঙ্গলযান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৮, ৬:২৯ পিএম

কিউরিয়োসিটি-র পরে এ বার মঙ্গলের মাটিতে নামতে চলেছে নাসার ‘মার্স ইনসাইট।’ সব ঠিক থাকলে আগামী সোমবার লালগ্রহে অবতরণ করবে এটি। গ্রহটি কী ভাবে তৈরি হয়েছিল, তার অন্তঃস্থলে কী রয়েছে, কী ঘটে চলেছে, এ সবই অনুসন্ধান করবে মার্কিন মহাকাশ গবেষণাকেন্দ্রের নয়া মঙ্গলযানটি। তবে তার আগে আছে সাড়ে ছ’মিনিটের আতঙ্ক। ওই ফাঁড়াটুকু কেটে গেলেই সাফল্যের স্বাদ। সেই আশাতেই রয়েছেন নাসার বিজ্ঞানীরা। 

নাসার জেট প্রোপালসন ল্যাবের বিজ্ঞানী তথা ‘মার্স ইনসাইট’-এর অন্যতম কর্মকর্তা রব গ্রোভার বলেন, ‘খারাপ কিছু হওয়ার আশঙ্কা খুবই কম।’ তবু প্রচণ্ড গতিতে মঙ্গলের সীমানায় ঢোকা, লালগ্রহের বায়ুস্তরের সঙ্গে প্রবল সংঘর্ষে তৈরি হওয়া তাপমাত্রা উপেক্ষা করে মাটিতে নামার বিষয়টা তো কঠিন। ব্যর্থতার ঘটনাও যে কম নেই। এ পর্যন্ত মঙ্গলের কক্ষপথ বা মাটিতে যান নামানোর জন্য ৪৩টি আন্তর্জাতিক উদ্যোগ নেওয়া হয়েছে। যার মধ্যে ব্যর্থ হয়েছে ২৫টি যান। হয় মঙ্গলের মাটিতে ভেঙে পড়েছে, না হলে কক্ষপথে নামতে পারেনি। এমন নিদর্শনও আছে, মহাকাশযান উৎক্ষেপণের পরে তার আর খোঁজ মেলেনি।
সোমবার বাংলাদেশ সময় রাত ১টা ৫৪ মিনিটে ‘মার্স ইনসাইট’-এর নামার কথা মঙ্গলে। পুরো পদ্ধতিটি ১৪ মিনিটের। সরাসরি ভিডিও ফুটেজ অবশ্য পাবে না নাসা। শেষ মুহূর্তে কোনও গোলমাল হলে আটকাতেও পারবে না তারা। কারণ তখন আর কিছু নাসার নিয়ন্ত্রণে থাকবে না। এমনকি ‘মার্স ইনসাইট’ সফল হয়েছে কি না, সেই সঙ্কেতও পৃথিবীতে পৌঁছবে সব কিছু ঘটে যাওয়ার আট মিনিট পরে। মঙ্গলযানটির ‘এক্স-ব্যান্ড রেডিয়ো’ একটি বিপ সঙ্কেত পাঠবে। সেটা নাসার কাছে আসতে আসতে আনুমানিক রাত দুইটা পার হয়ে যাবে। ছবিও তুলে পাঠাবে ‘মার্স ইনসাইট’, তবে সেটি পাওয়া যাবে মঙ্গলবার। সূত্র: এএ্ফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাসা

১৭ ডিসেম্বর, ২০২১
১৫ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ