Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অবসরভাতা ত্যাগীদের আবেদন

| প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

আমরা কিছু হতভাগা মেয়ের বিয়ে, বৃদ্ধ মা-বাবা, স্ত্রী এবং নিজের চিকিৎসা অথবা ছেলেমেয়েদের লেখাপড়ার খরচের জন্য ১০০ শতাংশ অবসরভাতা সামান্যতম অর্থের বিনিময়ে সরকারের কাছে বিক্রি করে দিয়েছিলাম। এতে সরকার আর্থিকভাবে লাভবান হয়েছে এবং আমরা হয়েছি ক্ষতিগ্রস্ত। বর্তমানে সরকারি-বেসরকারি কর্মকর্তা ও কর্মচারীদের যে হারে বেতন ও অন্যান্য ভাতা বৃদ্ধি পেয়েছে, তাতে আমরা নানা ধরনের অবহেলায় মানবেতর জীবনযাপন করছি। অভাবে আমরা অনেকেই ঋণগ্রস্ত। আমি ব্যক্তিগতভাবে প্রায় তিন লাখ টাকা ঋণগ্রস্ত। আমার এক শতাংশ জমিও নেই, যা ছিল অভাবে বিক্রি করতে হয়েছে। আমার আইডি নং-১৯৪৩২৬৯৯০৪০৭১২০৬৪। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা। তাই আপনার সমীপে একান্ত নিবেদন, আমাদের বেঁচে থাকতে কিছু একটা করুন। প্রকাশ থাকে যে, সারা বাংলাদেশে এ রকম হয়তো পাঁচ হাজার কর্মচারী থাকতে পারেন। অবসরের জ্যেষ্ঠতা অনুসারে চলার মতো কোনো ভাতা প্রদান করলে দেশের আর্থিক খাতে কোনো ঝুঁকির সৃষ্টি হবে না। এতে হয়তো মাসিক ৪-৫ কোটি টাকা অতিরিক্ত খরচ হতে পারে, যা আপনার যোগ্য এবং অভূতপূর্ব সফল নেতৃত্বে পরিচালিত বাংলাদেশের জন্য কোনো বিষয়ই নয়।
মু. আব্দুর রাজ্জাক
ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার (অব.)
তেজকুনিপাড়া, রেলওয়ে মার্কেট জামে মসজিদ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন