Inqilab Logo

শুক্রবার, ০৭ জুন ২০২৪, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

গুলজারের কথায় আসছে পঙ্কজ উধাসের গজলের অ্যালবাম

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

গীতিকার-কবি গুলজারের কথায় ছয়টি রোমান্টিক গজলের অ্যালবাম নিয়ে আসছেন জনপ্রিয় শিল্পী পঙ্কজ উধাস। উধাস এই প্রথম গুলজারের লেখা গানে কণ্ঠ দিচ্ছেন। দুই শীর্ষ ব্যক্তিত্ব প্রতিশ্রæতি দিয়েছেন, কবিতার দ্যোতনা, রোমান্স আর সমকালীন ধ্বনির আবহে এই অ্যালবাম শ্রোতাদের মুগ্ধ করবে। “গজল হচ্ছে একটি মগ্নকারী শিল্প ধারা শ্রোতাকে এই সঙ্গীত এক জাদুর জগতে টেনে নিয়ে যায়। গত কয়েক বছর আমি তরুণ প্রজন্মের মাঝে গজল আর অর্থপূর্ণ সঙ্গীতের প্রভাব পর্যবেক্ষণ করেছি। গুলজার সাহেব আর আমার এই নতুন অ্যালবামে এমন গান আছে যা তরুণ আর বয়স্ক দুই ধরনের শ্রোতাদেরই সমান ভাল লাগবে,” উধাস বলেন। গুলজার সম্পর্কে উধাস বলেন : “গুলজার সাহেবের লেখা ‘বন্দিনী’ চলচ্চিত্রের ‘মোরে গোরা রঙ’ শোনার পর থেকেই আমি তার ভক্ত। গোলজার সাহেবের সঙ্গে কাজ করতে পেরে আমি সম্মানিত। আমরা ভালবাসা আর গজলকে এই অ্যালবামে একবারে নতুন করে উপস্থাপন করেছি। হাঙ্গামা মিউজিকের লেবেলে অ্যালবামটি ডিসেম্বরে প্রকাশিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অ্যালবাম


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ