Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রূপগঞ্জে হামলা ভাঙচুর লুটপাট : আহত ১৫

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুুতার জেরে প্রতিপক্ষের ভাড়াটিয়া সন্ত্রাসীরা বাড়ি ঘরে অতর্কিত হামলা চালিয়ে ভাংচুর ও মালামাল লুটপাটসহ পিটিয়ে আহত করেছে অন্ত্যত ১৫ গ্রামবাসীকে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের মাহনা গ্রাম এলাকায়।

হামলার শিকার মাহনা এলাকার মান্নান ভুঁইয়ার মেয়ের জামাতা অভিযোগকারী আহা¤মদ আলী জানান, তার শশুরের সাথে একই এলাকার মহিজদ্দিনের ছেলে মনির হোসেন (৪৫) এর সাথে দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এছাড়াও নিজ জমিতে একটি বহুতল ভবন নির্মাণ কাজ চলমান দেখে চাঁদা দাবি করে আসছিল মনির হোসেন।

বৃহস্পতিবার দুপুরে অতর্কিতভাবে প্রতিপক্ষ মনির ও তার অজ্ঞাত ৩০ জনের একটি ভাড়াটিয়া সন্ত্রাসীদল দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বাড়ি ঘরে হামলা,ভাংচুর চালায়। হামলাকারীরা ঘরে থাকা স্বর্ণাংলকারসহ সাড়ে ৮লাখ টাকা লুট করে নেয়। এ সময় মান্নান মিয়ার স্ত্রী রুবি বেগমের সঙ্গে শ্লীলতাহানী ঘটায়। এতে বাঁধা দিতে গেলে মান্নান ভুইয়ার ছেলে মাসুদ রানা, প্রতিবেশি মনির হোসেন, আনোয়ার আলী,মঞ্জুর হোসেন, আনোয়ার হোসেন, জুয়েল, শাহীনসহ অন্তত ১৫জনকে পিটিয়ে গুরুতর আহত করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এছাড়াও থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযুক্ত মনির হোসেন পলাতক থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ প্রসঙ্গে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন,হামলার খবর শুনেই ঘটনাস্থলে ভুলতা পুলিশ ফাঁড়ির সদস্যদের পাঠালে হামলাকারীরা পালিয়ে যায়। অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করে জড়িতদের আইনের আঁওতায় আনা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হামলা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ