Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় হামলা, সংঘর্ষ নারীসহ আহত ১৫

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। হামলাকারীরা মাইকিং করে ডাকাত বলে এলাকাবাসীকে উস্কিয়ে দিয়ে সংঘর্ষের ঘটনা ঘটায় বলে অভিযোগ উঠেছে। গত বুধবার দুপুরে উপজেলার মাহনা এলাকায় ঘটে এ সংঘর্ষের ঘটনা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাহনা এলাকার মনির হোসেন তার জমি দিয়ে ড্রেনের জন্য পাইপ বসানোর কাজ করতে থাকেন। এসময় একই বাড়ির প্রতিপক্ষ মান্নান মিয়া পাইপ বসানোর কাজে বাঁধা প্রদান করেন। এক পর্যায়ে মান্নান মিয়াসহ তার লোকজন মনির হোসেনকে চর থাপ্পর মারে। চর থাপ্পরের সংবাদ পেয়ে মনির হোসেনের শশুর বাড়ির লোকজন ও আত্বীয় স্বজনরা মাহনা এলাকায় গিয়ে প্রতিবাদ করেন। এসময় মান্নান মিয়াসহ তার লোকজনের সঙ্গে মনির হোসেনের শশুর বাড়ির লোকজন ও আত্বীয় স্বজনদের বাকবিতন্ড্ াও উত্তেজনার সৃষ্টি হয়। পরে মনির হোসেনের শশুর বাড়ির লোকজন ও আত্বীয় স্বজনদের দুটি মাইক্রোবাস ভাংচুর করা হয়। এক পর্যায়ে স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম ও মান্নান মিয়াসহ তাদের লোকজন এলাকায় ডাকাত পড়েছে বলে মসজিদের মাইক দিয়ে মাইকিং করায়। এসময় মান্নান মিয়া ও তার লোকজনসহ এলাকাবাসী মনির হোসেনের শশুর বাড়ির লোকজন ও আত্বীয় স্বজনদের উপর অতর্কিত হামলা চালায়। হামলা ও সংঘর্ষে মনির হোসেন, রাসেল মিয়া, মহসিন মোল্লা, আশিকুর রহমান, রাজু আহাম্মেদ, জামান মিয়া, রিয়াদ মিয়া, রবি মিয়া, ফরিদ, শহিদুল আলমসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের মুমুর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল হকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হামলা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ