রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের ঐতিহ্যবাহী হাতেম আলী বালিকা বিদ্যালয়টি সরকারিকরণ করে শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বুধবার সকালে বিধ্যালয় মিলনায়তনে এ দোয়ার অনুষ্ঠিত হয়।
দোয়া পূর্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিনের সভাপতিত্বে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আলোচনায় অংশ নেন, বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) মঠবাড়িয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আ. লতিফ সিকদার, মঠবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের ছানি ইমাম মাওলানা মো. কিবরিয়া, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা জয়নাল আবেদিন, সাফা ডিগ্রী কলেজের শিক্ষক আধ্যাপক আ. জলিল শরিফ ও মঠবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি যুগান্তর প্রতিনিধি আ. সালাম আজাদী প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ আনোয়ার হোসেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।