Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লায় ৯৭ কেজি গাঁজা উদ্ধার

চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

কুমিল্লার মুরাদনগরে প্রাইভেটকারসহ ৯৭ কেজি গাঁজা উদ্ধার করেছে মুরাদনগর থানা পুলিশ। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
গতকাল সোমবার ভোরে উপজেলার মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কের নেয়ামতকান্দি নামক স্থানে অভিযান চালিয়ে মাদকসহ প্রাইভেটকার ও দুই কারবারিকে আটক করা হয়। আটককৃতরা হলেন নরসিংদী জেলার রায়পুর থানার কাচারিকান্দি গ্রামের আবুল হোসেনের ছেলে সিয়াম ও ঠাকুরগাঁও জেলার সদর থানার ইসলামপুর গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে। জানা যায়, মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়ক হয়ে একটি মাদকের চালান যাচ্ছে এমন সংবাদ পেয়ে মুরাদনগর থানার এসআই কবির হোসেন ও বাদলের নেতৃত্বে একদল পুলিশ নেয়ামতকান্দি ব্রিজের ওপর চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানোর সময় ঢাকা মেট্রো-গ ২২-০২০৯ নম্বরের একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৯৭ কেজি গাঁজা উদ্ধার করে।
এ সময় দুজনকে আটক করে। এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মনজুর আলম বলেন, একটি প্রাইভেটকার, ৯৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করে গতকাল সোমবার বিকেলে কুমিল্লা জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এবং মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গাঁজা উদ্ধার

৭ সেপ্টেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ