Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ২৪ ঘন্টায় ১৪৯ জন গ্রেফতার ইয়াবা গাঁজা উদ্ধার

প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : নগরীতে অভিযান চালিয়ে ২৪ ঘন্টায় ১৪৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল (শুক্রবার) ভোর পর্যন্ত চলা অভিযানে ৭ হাজার ৫২২ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৮৯ লিটার মদ, ৫.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা রুজু হয়। এছাড়াও মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি) ২৫৯টি শাড়ি ও ১০২টি থ্রী পিস এবং ৬ কার্টুন গার্মেন্টস মালামাল উদ্ধার করে। গ্রেফতারকৃতদের মধ্যে জিআর মূলে ৩১ জন, সিআর মূলে ৩৪ জন ও সাজাপ্রাপ্ত ৫ জন আসামি রয়েছে। এদিকে গতকাল সকাল পর্যন্ত যানবাহনের বিরুদ্ধে ৭৫০ টি মামলা রুজু হয়। এর মধ্যে সিএনজি অটোরিকশার বিরুদ্ধে মামলার সংখ্যা ২৪৮টি। বিগত ২৪ ঘন্টায় ১৫টি অটোরিকশাসহ কাগজপত্র বিহীন ৪৮টি গাড়ি আটক করা হয়। ট্রাফিক বিভাগ কর্তৃক ৪ লাখ ২৭ হাজার ৩৫০ টাকা জরিমানা আদায় করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রামে ২৪ ঘন্টায় ১৪৯ জন গ্রেফতার ইয়াবা গাঁজা উদ্ধার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ