Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দৌলতপুর সীমান্তে ২২ কেজি গাঁজা উদ্ধার

প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হলেও থানায় জমা হয়েছে মাত্র ৮ কেজি গাঁজা। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমান্তে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ এ গাঁজা উদ্ধার করে পুলিশ। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদক পাচার ও মজুদের গোপন সংবাদ পেয়ে দৌলতপুর থানা পুলিশের একটি টিম জামালপুর গ্রামের মাদক ব্যবসায়ী সনিরুল ও সাইদুলের বাড়ির পিছনে অভিযান চালায়। এসময় বালির ভিতর লুকিয়ে রাখা প্যাকেট করা প্রায় ২২ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এলাকাবাসীর উপস্থিতিতে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হলেও থানায় জমা দেখানো হয়েছে মাত্র ৮ কেজি গাঁজা। বাকি গাঁজা রক্ষক হিসেবে পুলিশ নিজেরাই ভক্ষকের ভূমিকা পালন করেছে। তবে অভিযানে নেতৃত্ব দেয়া দৌলতপুর থানার এসআই আসাদ জানান, আমরা ৮ কেজি গাঁজা উদ্ধার করেছি এবং সে গাঁজার প্যাকেট সার্কেল স্যারের উপস্থিতিতে খোলা ও ওজন করা হয়েছে। ২২ কেজি গাঁজা উদ্ধার করার বিষয়টি সঠিক না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দৌলতপুর সীমান্তে ২২ কেজি গাঁজা উদ্ধার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ