Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামের ধরলা নদীতে নৌকাসহ ২৭ কেজি গাঁজা উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২২, ৫:৫৯ পিএম

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ধরলা নদীতে অভিযান চালিয়ে ২৭কেজি গাঁজা উদ্ধার করেছে ফুলবাড়ী থানার পুলিশ । এসময় মাঝিদের নৌকা ও মাছ মারা জাল জব্দ করেছেন তারা।

বুধবার (১৬ নভেম্বর) সকাল ৫টার সময় ফুলবাড়ী থানার পুলিশ উপজেলার সোনাই কাজী খেয়ার ঘাট এলাকায় থেকে মালামাল গুলো উদ্ধার করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ও নৌকার মালিক পালিয়ে যায়। তবে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ৮জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনর্চাজ (তদন্ত) সারওয়ার পারভেজ জানান, গোরুকমন্ডপ এলাকার মাদক ব্যবসায়ীরা নৌকা যোগে নদী পথে গাঁজা পার করার জন্য চেষ্টা করেছে । এমন গোপন সংবাদ ভিত্তিতে অভিযান চালিয়ে নৌকাসহ ২৭ কেজি গাঁজা আটক করা হয়েছে। নৌকার মালিকসহ ৮জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ