Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রামগড়ে গাঁজা উদ্ধার

রামগড় (খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

জেলার রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ পানুয়াছড়া বিওপি ক্যাম্প সংলগ্ন ১৫০ মিটার বাংলাদেশ অভ্যন্তরে রামগড় চা বাগান এলাকায় গত সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে ভারতীয় এক কেজি গাঁজা উদ্ধার করে বিজিবি জওয়ানরা। এ সময় পানুয়াছড়া বিওপি ক্যাম্পের নায়েব সুবেদার মো. কামরুজ্জামানের নেতৃত্বে একটি টহল দল গাঁজা উদ্ধার করলেও মাদক চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি প্লাস্টিক ব্যাগ ফেলে পালিয়ে যায়।
বিজিবির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ প্রতিনিধিকে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য আটকের পর ভ‚জপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। মাদকদ্রব্য ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদর দফতরে মাদক স্টোরে সংরক্ষণ করা হয়েছে। যা পরবর্তীতে জেলা প্রশাসক, মাদক নিয়ন্ত্রণ অধিদফতর, উপজেলা নির্বাহী অফিসার, পুলিশ বিভাগ, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গাঁজা উদ্ধার

৭ সেপ্টেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ